বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... মাহতাব হোসেন: ইদানিং বেশ কিছুদিন থেকে একটা সংবাদ প্রায় শুনছি, দেখছি। দেশের এক জায়গা থেকে কিশোরি, তরুনী, যুবতীকে অপহরন, ফুসলিয়ে, প্রেমের ফাঁদে ফেলে অথবা বিয়ে করে নিয়ে এসে পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হচ্ছে। অতঃপর ওইসব মেয়েদের অভিভাবক খবর যদি পেয়ে থাকে তাহলে প্রশাসন কিংবা মোটা অংকের টাকা দিয়ে নিজ মেয়েদের ফেরত নিয়ে যাচ্ছেন। আর যেইসব অভিভাবক তাদের মেয়েদের খবর পান না, অথবা কেউ কেউ খবর পেলেও সমাজ, লোকলজ্জার ভয়ে আর তাদের মেয়েদের ফেরত নিতে আসেন না। এক্ষেত্রে ওইসব মেয়েদের স্হায়ী ঠিকানা হয়ে যায় নিষিদ্ধ পল্লী।
নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে আসার খবরও অহরহ পাওয়া যায়। তবে কাগুজে পত্রিকার চেয়ে অনলাইন নিউজপোর্টালে এইসব সংবাদ তুলনামূলক বেশী প্রচার পায়। তবে বাংলাদেশের যে পতিতা পল্লীর কথা প্রায়শই শুনতে পাওয়া যায় সেটা হচ্ছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লী। কিছু দিন আগে পড়লাম ৬ষ্ঠ শ্রেনীর একটি মেয়েকে বিক্রি করে দেয়া হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে, সেই মেয়েকে তারা কোনভাবে সেখান থেকে উদ্ধার করতে পারছিল না। শেষ পর্যন্ত পুলিশের সাঁড়াশী অভিযানে সেই মেয়েকে উদ্ধার করা হয়।
এই ঘটনার আগে ও পরেও বেশকিছু এই ধরনের ঘটনা ঘটেছে দৌলতদিয়া যৌনপল্লীতে। এই নিষিদ্ধ পল্লীতে একটি মেয়ে প্রবেশ করলে তাকে সেখান থেকে বের করা কঠিন কারন সেখানকার দালাল চক্র অত্যন্ত সক্রিয়। অতিসাম্প্রতিক রেকর্ড ঘাটলে দেখা যাবে নারী বিক্রি, উদ্ধারের অধিকাংশ ঘটনাই ঘটছে দৌলতদিয়া যৌনপল্লীতে। অর্থাত্ ধীরে ধীরে দৌলতদিয়া যৌনপল্লী দেশের অভ্যন্তরে নারী পাঁচার ও বিক্রির আদর্শ স্হানে পরিনত হচ্ছে । শুধু তাই নয় এই যৌন পল্লীতে অল্প বয়সী মেয়েদের ক্রয় করে তাদের দ্বারা দেহ ব্যবসায়ী হিসেবে উপযোগী করতে কৃত্রিম শারীরিক নির্যাতনও করা হয়।
গত শনিবার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ঢাকার পল্লবীর এক গার্মেন্টস কর্মী মেয়েকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে ওই মেয়েকে বাবুল শেখ নামের এক যুবক ওই মেয়ে (১৫) কে বিয়ে করে। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে তার এক বন্ধুর কাছে বিক্রি করে দেয়া হয়। সেই বন্ধুটি তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেয়। এরকম ঘটনা কাগুজে পত্রিকাতে কম আসলেও অনলাইন নিউজপোর্টালে প্রায়ই পাওয়া যায়।
দিনদিন দৌলতদিয়া যৌনপল্লীতে নারী ও শিশু অবাধে বিক্রির ঘটনা বেড়েই চলছে। এক্ষেত্রে স্হানীয় প্রশাসন ও দেশের উচ্চমহলের দৃষ্টি তীক্ষ্ন হওয়া আবশ্যিক।
[ফেসবুক পেজে নিয়মিত লেখা পেতে হলে জয়েন করতে হবে https://www.facebook.com/dhaka.1000 ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।