ব্লগার ভাইয়েরা, আমি অনেক বড় বিপদের আছি। আমার একাউন্টিং বই এর নাম Accounting Principles by Hermanson, Edwards, Maher. 5th edition.
এই বইটার সল্যুশন দরকার পিডিএফ এ। আপনারা অনেকেই বলবেন, নীলখতে যাবার কথা। সেখানে অনেক আগেই খুঁজে আসছি, পাই নাই। মেইন বইটার লিংক আছে, কিন্তু আমার দরকার সলুশন।
পুরোটা না হলেও প্রথম ১০ চ্যাপ্টার এর। এবং ফিফথ এডিশনের। অন্য এডিশন হলে অংক মিলবে না। নীলখেতে ৭ম এডিশন আছে, পুরাই আলাদা।
কোন উপায়ান্তর না দেখে সামুর দারস্থ হলাম।
এখান থেকে এখন পর্যন্ত খালি হাতে ফেরত যাই নাই। এখনো যাব না এই আশায় সাহায্য চাইছি ব্লগার ভাই বোনের। প্লীজ ভাই, ডাউনলোড লিংক দিয়ে সাহায্য করেন। অনেক উপকার হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।