alone and keep silence
অনেক দিন ধরে ভাবছি টালি সফট অয়্যারটি (Tally Accounting Software) নিয়ে কিছু লিখবো। আলসেমীর কারনে লেখা হয়ে উঠছে না।
জানি না এখানে পাঠক পাবো কিনা।
দীর্ঘ কেরাণী জীবনে এই সফট অয়্যারটি ব্যবহার করতে হয়েছিল। সেই সূত্রে কিছুটা ধারণা হয়েছে।
টালি শিখতে কি লাগে?? (Minimum requirements)
১। কম্পিউটার সমন্ধে প্রাথমিক ধারনা যথেষ্ঠ। (Basic Knowledge on computer)
২। হিসাব বিজ্ঞান সমন্ধে মোটামুটি ধারনা। (Basic Knowledge on Accounting)
৩।
সর্বোপরি আগ্রহ। (Interest)
কেন শিখবেন?? Why Learn specifically "Tally"??
বর্তমান চাকরি বাজারে হিসাব বিভাগের যে কোনো পদে টালি জানাশোনা লোক চায়। (Know, how to operate Tally)
টালি কেন?? Why "Tally"??
টালি হোল হিসাব বিজ্ঞান বিষয়ক সফট অয়্যার প্যাকেজের মধ্যে সবচেয়ে কম মূল্য (অরিজিনাল কপি)।
ভারতীয় প্রডাক্ট।
এই উপমহাদেশের ব্যবসার ধরণ মোটামুটি একরকম।
ফলে টালি উপমহাদেশীয় এনভায়রণমেন্ট ভেবে সহজ করে তৈরী করা হয়েছে।
চালনা সহজ ও দাম কম দেখে ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধীকারীরা টালি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করে। পরিচালনা ব্যয় কম। কেননা মালিকরা নূন্যতম ২০০০০ টাকায় বানিজ্য অনুষদের (commerce discipline) একজনকে না নিয়ে ৬০০০ টাকায় একজন অপারেটর / এন্ট্রি লেভেলের (tally entry operator) লোক নেয়। সে সারা বছর শুধু ভাউচার এন্ট্রি দিয়ে যায় আর বৎসর শেষে একজন চার্টাড একাউন্টেট ফার্মের নীরিক্ষক(auditor) সাজিয়ে নিয়ে হিসাব তৈরী করে দেয়।
ব্যাস, কাম শেষ।
আর ট্যাক্স ফাকিঁর মওকা তো আছেই।
যাই হোক, টালি জানা যখন চাকরীর শর্ত তখন একটু জেনে রাখলে ক্ষতি নেই।
(ক্রমশঃ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।