Utility Expenses কিভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধ করবো? এই ব্যাপারে প্রফেসনাল Accountant ব্লগার কিংবা হিসাব বিজ্ঞানে অভিজ্ঞ ব্লগার গন হেল্প করেন। বিদ্যুত বিল সাধারনত অনেক দেরিতে পাওয়া যায়। উদাহরণ স্বরুপ মার্চ মাস ক্লোজ ৩১ মার্চ করা হলেও বিদ্যুত বিল পাওয়া গেল এপ্রিল ১৫ তারিখে। এই অবস্থায় মর্চের P/L হিসাবে কিভাবে বিদ্যুত বিল দেখানো হবে। এক্ষেত্রে Accrued সেটা কিভাবে অনুমান করা হবে যে বিল কত টাকা হতে পারে। যেহেতু বিদ্যুত বিল ফিক্সড না। ধরি মার্চের বিদ্যুত বিল ১০০০ টাকা Accrued করা হল। কিন্তু পরে দেখা গেল একচুয়াল বিল এসেছে ১০৫০ বা ৯৫০ সেক্ষেত্রে এটা কিভাবে এডজাষ্ট করা হবে। জানা থাকলে প্লিজ ব্লগার ভায়েরা হেল্প করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।