আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংকের নতুন টি-ভি-সি টা কি দেখছেন?? মনে চায় থাপড়াই।

কি কথা! ফোন বন্ধ তাই মনে হলো সে মৃত্যুশয্যায়। আর কোন কিছু না বুঝে টাকা তোলা শুরু হয়ে গেলো। কই যাই গুরু? আর যারা টাকা তুলছে তাদের গেট আপ সেট আপ দেখছেন তো? ঝাঁ চকচক আবহাওয়ায় তারা হাতে বাক্স নিয়ে তামশা করছে। কথা হলো আমার খারাপ লাগে কেন? কারন আমি নিজেই এই বাক্স নিয়ে দাঁড়িয়েছিলাম দুই বন্ধুর বাবাকে সাহায্য করতে। কিন্তু ব্যাপারখান হলো এই যে এই টি-ভি-সি তে যা দেখাইলো তাতে তো পুরা ব্যাপারটাকে ভাওতাবাজি বলে মনে হবে সবার কাছে।এরপর তো সত্যিকারের সাহায্যের সময় যদি মানুষ এই টি-ভি-সি কে রেফার করে তাহলে কি হবে? বাংলালিংকের মার্কেটিং এ কি আল-বাল লোক নেয়া শুরু করছে নাকি? নাকি যারা এগুলা প্ল্যান করে তাদের কি বাস্তব জ্ঞাণ কম? বিজনেসে তো এনভাইরন্মেন্ট স্ক্যানিং বলে একটা কথা আছে নাকি? জানতে ইচ্ছা করে এরা কোন এনভাইরন্মেন্টের বাই প্রোডাক্ট? সব শেষে দেখাচ্ছে যে টাকা তোলার বাক্স পাশে রেখে ফাস্টো ফূড ভোজন!! কিছু হইলো? এরচেয়ে তো সুন্দরী কমলা নাচে মার্কা যা বানাইতো তাও একটা পদের ছিলো। কোন ইকোনমী ক্লাশের লোকের মাথা থেকে এসব প্ল্যান বের হয়? গুলায়ে সব গু করে ফেল্লো শালারা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.