ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ ঠিক কোন দিন থেকে এই সার্ভিস চালু করেছে তা আমি বলতে পারব না, তবে আমি গত সপ্তাহ থেকে এই সার্ভিস সম্পর্কে জানতে পেরেছি। বিষয় বেশি কিছু না। আপনি আপনার মোবাইলের sms অপশনে গিয়ে টাইপ করুন reg আর সেন্ড করুন 9876 নম্বরে (বিনামূল্যে)। ফিরতি sms-এ আপনি একটি পাসওয়ার্ড পাবেন। এরপর আপনি বাংলালিংকের ওয়েবসাইট এ গিয়ে হোমপেজের online service বাটনটিতে ক্লিক করলে নতুন যে পেজটি আসবে তাতে আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটি টাইপ করতে হবে।
এরপর আপনাকে আপনার প্রোফাইল আপডেট (নাম, জন্ম তারিখ, ইমেইল এড্রেস, বৈবাহিক অবস্থা ইত্যাদি) করতে হবে। আপডেট করার পর আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমন connection info, call history, recharge history, service request, priyojon এবং inbox। connection info-তে পাবেন আপনার সিমকার্ডটি কতদিন ধরে সচল আছে তার পিন১,২ এবং পাক কোড সমূহ। অর্থাৎ কখনও যদি পিন বা পাক কোড জাতীয় কোন ঝামেলায় পরেন তাহলে অনায়াসেই আপনি নিজে নিজে তার সমাধান করতে পারছেন।
এর মাধ্যমে আপনি আপনার ডায়াল এবং রিসিভ (সর্বশেষ ২০টি) এর বিস্তারিত জানতে পারবেন। এছাড়া যেকোন সার্ভিস রিকোয়েস্ট এবং এফএনএফ নাম্বার দেখা অথবা পরিবর্তন করতে পারবেন।
তবে সাবধান থাকবেন আপনার পাসওয়ার্ড যেন কেউ জানতে না পারে। তাহলে কিন্তু আপনার বারোটা বাজবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।