দ্রুত সময়টা পেরিয়ে যাচ্ছে। হিসেবের খাতাটা খুললে প্রাপ্তিটা নগন্য মনে হয়। তবে চেষ্টা করে যাচ্ছি দেখি কী হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের ৬ থেকে ৭ জন সদস্য বাংলাদেশে অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল রোববার এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের ৬/৭ জন সদস্য আছে। ’ ‘তবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো সেনা ঘাঁটি নেই’, বলেন তিনি।
প্রসঙ্গত, হানাদার মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল বাহিনীর বাংলাদেশে অবস্থান নিয়ে গত মার্চের প্রথম সপ্তাহে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এদিকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সংলাপ নিয়ে দীপু মনি জানান, ১৯ এপ্রিল এ সংলাপ হবে।
তিনি বলেন, ‘শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য যেকোনো দেশের সঙ্গেই এ সংলাপ হতে পারে। ’
সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বাহিনীবিষয়ক সহকারী মন্ত্রী (অ্যাসিসট্যান্ট সেক্রেটারি) অ্যান্ড্রু জে শ্যাপিরো আগামী ১৯ এপ্রিল ঢাকা আসছে। মার্কিন স্পেশাল ফোর্সের বাংলাদেশে আসা এবং এদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে শ্যাপিরো।
এখন প্রশ্ন হলো তারা কেনো এখানে অবস্থান করছে? আর সবচেয়ে বড় কথা তাদের উদ্দেশ্য কী? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।