টেকি ভাইদের কাছে একটা সমস্যার সমাধান চাইছি। আমি গত এক সপ্তাহ আগে আমার পিসি (WINDOWS 7 ) এ Microsoft Office 2010 Install করতে গিয়ে setup দেওয়ার সময় "(Microsoft Office Professional Plus 2010 encountered an error during setup) " এ massage টা দেখাচ্ছে, এমতাবস্থায় আমি control pannal এ গিয়ে program features থেকে remove করে অন্য version যেমন Microsoft Office 2007 install করি কিন্তু তাতেও error দেখাচ্ছে, অথচ 2007 version তা আমি 2010 setup দেওয়ার আগে খুব ভালভাবেই use করেছি। আমি অন্য ভিবিন্ন pc থেকে 2007 এবং 2010 version দুটি বারবার নিয়ে এসে setup দিয়েছি কিন্তু কোনটিই হয়না। অবশেষে Microsoft Office 2003 টা use করতে হচ্ছে। কিন্তু 2003 দিয়ে আমার Office এর কোন কাজ করাই সম্ভব না। এমতাবস্থায় আমি চাচ্ছি Windows 7 operating system কোনভাবেই পূনরায় setup না দিয়ে Microsoft Office 2007 Or, Microsoft Office 2010 Version টা use করব। এই অবস্থায় আমার কি করনীয় জানালে আমি বিশেষভাবে উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।