বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালই আছেন।উইন্ডোজ এর সাথে আমরা সবাই পরিচিত। উইন্ডোজ ইন্সটল একটি সময় সাপেক্ষ ব্যাপার ।আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি ,তাদের কাছে dvd/iso file দিয়ে উইন্ডোজ install করি।হয় উইন্ডোজ ৭/উইন্ডোজ ৮ এর ডিভিডি আছে।কিন্তু একটি iso ফাইল দিয়ে যদি উইন্ডোজ ৭,৮,৮.১, উইন্ডোজ server 2008/2012 install করা যায় তবে কেমন হয়?
চলুন তবে দেখি কি কি আছে এই combind iso ফাইল এ-
ফাইল সাইজ টা একটু বড়ও মাত্র ১৫.৮৪ গিগা।
ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন।
এটি প্রথম প্রকাশিত এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।