অবিশ্বাস্য হলেও সত্যি। আপনি চাইলে মাউসের ক্লিক করেই কারো জন্য দোয়া করতে পারেন। কম্পিউটার বিজ্ঞানের এ এক অপার বিস্ময়। মাউস দিয়ে দোয়া করার জন্য আপনাকে বিলাত কিংবা আমেরিকাতে যেতে হবে না। আপনি বাংলাদেশেই ঘরে বসে বাংলালায়ন, কিউবি, কিংবা যে কোনো মোবাইল অপারেটর , পাড়ার ব্রডব্যান্ড কিংবা বিটিসিএল এর ইন্টারনেট ব্যবহার করে দোয়া করতে পারেন।
চাইলে দোয়াও চাইতে পারেন বিনামূল্যে।
এমন দোয়া করার ওয়েবসাইট তৈরী করা হয়েছে বাংলাদেশেই। আমি মাঝে মাঝে বিনুদিত হওয়ার জন্য এই ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার আগে দেখে নেই কিছু স্যাম্পল দোয়া। যে কেউ চাইলেই দোয়া চাইতে পারে বিনামূল্যে।
আর আপনি দোয়া করতে চাইলে খালি Pray for this wish এ ক্লিক করলেই দোয়া করা হয়ে গেল।
এই হলো সেই ওয়েবসাইট যেখানে চাইলে আপনি মাউস দিয়ে দোয়া করতে পারবেন, যতবার খুশি ততবার। শুধু মাউসের একটা ক্লিকই যথেষ্ট, ফেসবুকের লাইক দেওয়ার মতো।
তবে আমি একটা দোয়া চেয়েছিলাম।
ঐ সাইটের এডমিন আমার দোয়াটা পাবলিশ করে নাই।
** ব্লগে যারা দীর্ঘদিন ধরেও সেফ হতে পারেন নাই, কিংবা জেনারেল হয়ে আছেন, তারাও সেফ স্ট্যাটাস পাওয়ার জন্য দোয়া চাইতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।