মাস্টারস শেষ করে বসে আছি। এখনও বেকার থেকে আকার লাভ করতে পারিনি। পিলারের সংখ্যা বাড়াতে বাড়াতে এখন গোনাই ছেড়ে দিয়েছি। প্রস্তুতিতে নিজের কিছু গাফিলতি তো আছেই। তারপরও প্রতিবারই আশা করি এইবার এইবার....হবেই।
কিন্তু হায়!!!!!!!
নিজের আগ্রহ আর আমার হাবির উৎসাহে প্রতিবার ব্যার্থতার পরও আবার ঝাঁপিয়ে পড়ি সফল হবার আশায়।
সামনেই একটা পরীক্ষা আছে। এইবার আর পিলার বানাতে চাইনা।
আপনারা সবাই দোয়া করবেন এইবার যেন পিলারের উপর ছাদ দিতে পারি। দ্রুত কিছু না হলে বলা যায়না জামাই বলতে পারে বৌ এইবার ক্ষ্যান্ত দাও।
পরীক্ষা দিতে যেয়ে যে অর্থ ধ্বংস করছো তা দিয়ে সত্যি সত্যি
একটা বাড়ীর ছাদ করে দেই।
সে যাই হোক সত্যি সবার কাছে দোয়া চাচ্ছি। বেকারত্ব থেকে পরিত্রানের জন্য। কারো না কারো দোয়াতো নিশ্চই কবুল হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।