|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
আমাদের সংসারের অবস্থা নুন আনতে পানতা ফুরানোর চেয়েও ভয়াবহ! আমার ছোট দুই বোন, এত অভাবকে জয় করে তাদের লেখা পড়াকে ধরে রেখেছে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে। সংসারের সবটুকু কাজ তাদের ঘাড়ের উপর খড়গের মত দন্ডায়মান। অভাব এখানে নিত্য সঙ্গী, তবুও ওরা পড়াটাকে ধরে রেখেছে, এবার এইচ এস সি পরীক্ষায় দুজনই ভালো রেজাল্ট করেছে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পেয়েছে জিপিএ-4.90 এবং অন্যজন জিপিএ-4.00।
তাদের এই ফলাফল আমার দুঃখটাকে আরো অনেক বাড়িয়ে দিলো, তাদের সামনে দন্ডায়মান এক ব্যয় বহুল শিক্ষাব্যবস্থার শ্বাপদীয় হাত! আমি কি রক্ষা করতে পারবো তাদের এই আগামীর চাওয়া! আমার বোনদ্বয় আরো ভালো রেজাল্ট করতে পারতো যদি তাদের ঘাড়ে সংসার পরিচালনার দ্বায়িত্ব টুকু না থাকতো, আরো ভালো করতে পারতো যদি টিউশনির উপর নির্ভর করতে না হতো, আমার অক্ষমতা আমাকে বিষধর সাপের মতো প্রতি মুহুর্ত আঘাত করে।
আমি আমার বোনদ্বয়ের জন্য সকলের দোয়া চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।