আমাদের কথা খুঁজে নিন

   

জানতে চান সাকিব কেন কেকেআর-এর দলে নেই?

স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতর নিশ্চই জানতে চান সাকিব কেন কেকেআর-এর দলে নেই। তার আগে আসুন দেখে নেই সাকিবের জায়গায় প্রথম দুই ম্যাচে কারা খেলেছে কলকাতা দলে। > প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেসার ডি ল্যাঙ্গে। > দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিপক্ষে ওয়েষ্ট ইন্ডিজের অফ স্পিনার সুনীল নারায়ণ। এই দুই জনের তুলনায় সাকিব নিঃসন্দেহভাবে যোগ্যতর খেলোয়ার।

তাহলে কি কারণ হতে পারে সেরা একাদশে তার না থাকার। এখন আসুন জেনে নেই কলকাতা নাইট রাইডারস কেন সাকিব আল হাসান কে সেরা একদশে নেয়নি তার কিছু কারণঃ ১. এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের হারের প্রতিশোধ নিচ্ছে। ২. সাকিব শেষ দুইটা সিরিজে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছে (বিপিএল এবং এশিয়া কাপ) যদি আইপিএল–এও হয়ে যায়, সেই ভয়ে। ৩. এক সাকিবের জনপ্রিয়তা পুরো বিশ্বে আইপিএল-এর চেয়েও বেশি, (এর প্রমান ফেইসবুক, ব্লগসাইট, পত্রপত্রিকা) সাকিব খেললে আইপএল ফ্লপ। ৪. আইপিএল হলো ওপেন জুয়ার আসর সবাই জানে, সাকিব কখনো টাকা আর জুয়ারীদের কাছে নিজেকে বিক্রি করবে না, তাই সাকিব দলে নাই।

৫. ওয়াসিম আকরাম কেকেআর-এর বোলিং কোচ, উনার আবার বাংলাদেশের বোলিং কোচ হওয়ার খায়েশ ছিল, সম্ভব হয়নি বলে সাকিবের উপর শোধ তুলছে। ৬. কেকেআর যখন হারতে হারতে কোনঠাশা হয়ে যাবে তখন সাকিবকে দলে নিবে, প্রচন্ডও চাপের মাঝে ফেলে তার আত্মবিশ্বাস ভেঙ্গে দেয়ার জন্য (যেমনটা করেছিলো মাশরাফির সাথে দুই বছর আগে আইপিএল-৩ আসরে) আরও অনেক কারণ আছে, কিন্তু সবার কাছে সেগুলো গ্রহণযোগ্য নাও হতে পারে তাই উল্লেখ করলাম না। গৌতম গম্ভীর হাশিখুশির সাথে সাংবাদিকদের সাথে কথা বলছে। সাংবাদিক - দাদা, আপনারা সাকিবকে খেলাচ্ছেন না কেন? গৌতম - কমনসেন্স! সাংবাদিক – কমনসেন্স? গৌতম - ধরেন একটা জঙ্গলে ইন্দুর-বিলাইরা টুর্নামেন্ট খেলছে। বাঘ ঐখানে খেলবে কোন সেন্সে বলেন? সাংবাদিক - তাহলে কিনেছেন কেন? গৌতম - মানুষজন জানল আমাদের দলে একটা বাঘ আছে।

সাংবাদিক - কিন্তু আপনারা তো হারছেন আর হারছেন। গৌতম - ইন্ডিয়ান পাতানো লীগে(আইপিএল) আবার হার-জিত কি রে দাদা। ভাগের পয়সা তো পেয়ে গেছি। সাংবাদিক - এত নির্লজ্জ হলেন কিভাবে? গৌতম - আর বলবেন না। ইন্ডিয়া টিমে তো আর একদিন-দু'দিন খেলছিনা।

ওটা আপনা আপনি হয়ে গেছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.