কণ্ঠস্বর যাবে না রোধ করা আমাদের দেশের সিনেমাগুলোর ৯৫ ভাগ দেখলে মনে হয়, পরিচালকরা গোজামিল দিয়ে একটা কিছু তৈরি করে মানুষকে খাওয়াতে চাচ্ছে। বেশির ভাগেই অশ্লীল দৃশ্য জুড়ে দিয়ে দর্শক টানতে চায়। ফলে এই সিনমাগুলো কোন পক্ষই আসলে উপভোগ করতে পারে না। ভদ্রলোকেরা পরিবার নিয়ে সেগুলো দেখতে পারে না, আবার অশ্লীল অংশের দর্শকরাও দেখে তৃপ্তি পায় না।
এর চেয়ে বরং আলাদাভাবে এক্স রেটেড সিনেমা বানিয়ে মুক্তি দেয়াটাই কি ভালো নয়? এই সিনেমারই যদি দর্শক বেশী হয়, তারা তৃপ্তি মিটিয়ে সেই ছবি দেখতে পারে।
মুনমুন ময়ূরীদের মত অনেক নায়িকা স্থায়ীভাবে এই সব সিনেমায় অভিনয় করতে পারে। আলাদা একটা ইণ্ডাষ্ট্রি তৈরী হতে পারে। হলগুলোও ব্যবসা করতে পারে।
আর সবচেয়ে ভালো জিনিস যেটা হতে পারে সেটা হলো, এইসব ছবি নির্ভর পরিচালক, শিল্পী, দর্শক, হল সবগুলোই আলাদা হয়ে যেতে পারে। ফলে সুস্থ সিনেমা এইসব জিনিসের প্রভাব মুক্ত হয়ে নিজেকে বিকশিত করতে পারে।
তৈরী হতে পারে সুস্থ দর্শক। সুস্থ পরিচালক। তখন যদি সুস্থ ছবি ব্যবসা করতে পারে, সেটা ইণ্ডাষ্ট্রিকেই দিনদিন আরো শক্তিশালী করে তুলবে।
তাই চক্ষু-লজ্জ্বা না রেখে বরং পতিতালয়ের মত কিছু হল অশ্লীল ছবি প্রদর্শনের জন্য আলাদা করে দিয়ে সেগুলোতে প্রদর্শনের জন্য দেশী অশ্লীল ছবির ছাড়পত্র দেয়া হলে আমার মনে হয় সেটা পুরো সিনেমা ইণ্ডাষ্ট্রির জন্যই মঙ্গল জনক হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।