Don't know............... প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে হাজারো প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। মানুষের জীবন মৃত্যুর দিকেই এগিয়ে যায়। তারপরও মানুষের প্রত্যাশা থাকে পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে জীবনে সফল হবার।
মানুষের ভাগ্য তাদের হাতে নেই। কিন্তু নিজের ভাগ্যকে পরিবর্তন করার সমস্ত যোগ্যতা একমাত্র মানুষেরই আছে। যারা নিজের এই ভাগ্যকে মানুষের কল্যানের জন্য পরিবর্তন করতে পেরেছে তাহারা পৃথিবিতে সফল মানুষ হিসাবে পরিচিতি পেয়েছে ।
এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা।
সফলতার গল্প মানুষকে স্বপ্ন দেখায়। আর যে স্বপ্ন দেখতে জানে না বড় কিছু করা তার জন্য কঠিন।
যারা ভালবাসে স্বপ্ন দেখতে আর সফলতার শীর্ষে যেতে, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আশা করি এই ই-বুকে দেওয়া সফলদের উপদেশ ও তাদের দিকনির্দেশনা সমূহ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নরূণের পথে এক ধাপ এগিয়ে দেবে।
কারন ই-বুকে রয়েছে জগদ্বিখ্যাত সফল ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন-বক্তৃতা অথবা তরুণদের উদ্দেশে দেওয়া সাক্ষাৎকারের চৌম্বক অংশ , যেখানে তারা বলেছেন তাদের সফলতার গোপন রহস্য ।
তাই তাদের উপদেশ সমূহ পড়ুন এবং নিজের জীবনে কাজে লাগান তাঁদের দিকনির্দেশনা।
The Secret Stories Behind 100 Successful Man
Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।