আমি ৫০০৯৩ নম্বর ব্লগার পর্ব-০২ ঃ ৫১-১০০
অনেকেই ব্লগ দেখতে দেখতে বা পড়তে পড়তে অথবা পরিচিতজনদের প্রভাবে নিজের একটা ব্লগ খোলার ব্যাপারে উৎসাহিত হয়। কিন্তু দেখা যায় তারা প্রয়োজনের সময় একটা ভাল নাম পায় না, যারা নাম সিলেকশনের ব্যাপারে এই সমস্যায় পড়েন তারা আমার এখান থেকে নাম নিয়ে যান।
৫১. মাধবীর অভিমান।
৫২. আনমনা মল্লিকা।
৫৩. ঝরাপাতার দীর্ঘশ্বাস।
৫৪. নিদ্রাহীনার সাতকাহন।
৫৫. অগ্নিপুরুষ।
৫৬. বসন্তরাগ।
৫৭. ফুলের বুকে শিশির।
৫৮. আলো-আঁধারের অদৃশ্যতা।
৫৯. মৌমাছি
৬০. ছিন্ন তারের গান।
৬১. ছায়ানট।
৬২. শেফালির হাসি।
৬৩. সন্ধ্যাতারার ঝিকিমিকি।
৬৪. তুলনাহীনা।
৬৫. বকুলবীথিকা।
৬৬. ব্যাকুল বাতাস।
৬৭. যুগান্তরের কথা।
৬৮. আলোকিত মন।
৬৯. বিরহ প্রদীপ।
৭০. যূথীর মালা।
৭১. নিশিথীনির গল্প।
৭২. মায়া-মরীচীকা।
৭৩. গোধূলী লগন।
৭৪. রজনীগন্ধা
৭৫. দিন-রাত্রির প্রতিধ্বনি।
৭৬. বনফুলের মৌনতা।
৭৭. সাগরিকা।
৭৮. যমুনার কলতান।
৭৯. সুখব্যাকুলতা।
৮০. চৈতি রাতের জোনাক।
৮১. করুন আঁখির জল।
৮২. সিন্ধুপারের বীরঙ্গনা।
৮৩. ফাগুনের বিরহিনী।
৮৪. অসীম ঢেউয়ের দোলা।
৮৫. লজ্জাবতীর আঁচল।
৮৬. দীপ্ত-প্রদীপ।
৮৭. শূণ্য শাখার ফুল।
৮৮. বৈশাখের রৌদ্র।
৮৯. জয়ধ্বনি।
৯০. কামিনীর পাঁপড়ি।
৯১. কোমল কুসুম।
৯২. দিক্-দিগন্তের যাযাবর।
৯৩. সখা ও প্রিয়া।
৯৪. মৌন হৃদয়।
৯৫. ইন্দ্রপুরীর রাজকন্যা।
৯৬. কুহেলিকার মনের কথা।
৯৭. দখিনা হিল্লোল।
৯৮. চন্দ্রøাতা।
৯৯. একা ও শূণ্যতা।
১০০. শত রজনীর কাহিনী।
যারা ইতিমধ্যে সুন্দর সুন্দর নাম নিয়ে ব্লগিং করছেন তারাও নাম দিয়ে যেতে পারেন, ধারাবাহিক আকারে সেগুলো প্রকাশ করার হবে।
কেউ আমার এখান থেকে নাম নিয়ে ব্লগে নাম লেখালে যখন মন্তব্য করার সুযোগ পাবেন তখন এসে আমাকে জানিয়ে যেতে ভূলবেন না
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।