আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছবি আকাঁর গল্প ও কিছু ছবি..

কেবলি মেঘ জমে স্মৃতির মত, কেবলি স্মৃতি জমে মেঘের মত ... কখনই স্থির হয়ে বসে থাকতে পারিনা, সবসময় কিছু না কিছু একটা করতে হবে, ছোটবেলায় মা বলত "তুই সব সময় এইরকম ঘটর ঘটর করিস কান ? চুপ করে কোথাও বসে থাকতে পারিস না ?" ক্যামনে বুঝাই যে ইচ্ছা করে তো করিনা, ক্যামনে জানি হয়ে যায় ! এই "ঘটর ঘটর" গুলোর মধ্যে সবচে বেশি যেটা করতাম সেটা হচ্ছে কলম দিয়ে দাগাদাগি । ছবি আঁকা কখনই শেখা হয়নি, ফ্যামিলি'র অবস্থাও কখনই এতটা ভালো ছিলনা যে টিচার রেখে ছবি আঁকা শিখব, কোনদিন আব্বা-আম্মাকে সেটা বলার সাহস ও পাইনি, মাথার মধ্যেও আসেনি । ক্লাসে বই খাতার মধ্যে নাম লেখা লাগত না, একবার হাতের মধ্যে নিলেই বোঝা যেত এইটা কার বই মনে আছে ছোটবেলায় সমাজ বই এর মধ্যে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ এর ছবি ছিল ? ওই ছবিগুলোতে হরেক রকমের দাড়ি মোচ, টুপি, একচোখা ডাকুসর্দার এর চোখপট্টি, চশমা লাগিয়ে একটা পৈশাচিক মজা পাইতাম মাইর ও খাইসি টিচারের হাতে এগুলা আকার জন্যে ! স্যার কে কামনে বুঝাই যে ইচ্ছা করে তো করিনা, কামনে জানি হয়ে যায় ! এখন ভাবলে খারাপ লাগে যে ওই ছবিগুলো এখন আর নাই, প্রতিটা ক্লাস চেঞ্জ এর পর মা আগের বছরের সব বই খাতা কেজি দরে বিক্রি করে দিত । খুব ইচ্ছে করে ছোটবেলার ওই ছবিগুলো আবার দেখতে, ছবির পাশে লেখা মজার মজার কমেন্ট গুলো পড়তে । ব্রেকআপ এর পর সবাই নাকি কবিতা লিখে, আর আমি আকলাম ছবি । নিচের ছবি তিনটা আমার ব্রেকআপ এর পর আকানো । আর এই ছবি তা একেছিলাম অফিস এ মিটিং এর মাঝে ছবি গুলো কেমন লাগলো জানাবেন ভুলত্রুটি থাকলেও বলবেন, শিখে রাখব ! (কাল মাঝরাতের পর পোস্টটা দিয়েসিলাম, তাই আবার রিপোস্ট করলাম...এনিওয়ে, অনেক ধন্যবাদ দেখার জন্যে ! )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।