© তন্ময় ফেরদৌস সকল ক্যাচালপ্রিয় ব্লগারদের পোস্ট হইতে দূরে থাকার অনুরোধ করছি। আর সকল ফটোগ্রাফি প্রিয় ব্লগারদের আমন্ত্রন জানাচ্ছি।
আমার ক্যামেরা ইউস করার বয়স খুব বেশিদিন নয়। ব্লগে ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্ট অনেক আগে থেকেই ফলো করতাম। বেশ কিছু ব্লগারের লেখা পড়ে ও ছবি দেখে ঠিক করে ফেললাম ক্যামেরা কিনতেই হবে।
কিন্ত ডিএসএলার কিনার মত টাকা পাই কোথায় ? ইচ্ছা থাকিলে উপায় হয়। অতপর অনেক কস্টে টাকা পয়সা জমিয়ে আব্বু-আম্মুর কাছ থেকে ধার করে কিনে ফেললাম নাইকন ডি৫০০০ মডেলের একটি ক্যামেরা। লেন্স ১৮-৫৫মিমি। আমার সামনে খুলে গেলো ক্রিয়েটিভিটির নতুন দরজা। শুরু হলো ছবি তোলাতুলি।
আমার তোলা কয়েকটি ছবি নিয়ে আজকের পোস্ট।
নতুন ফটোগ্রাফার ভাইবোনদের প্রতি এক্টাই টিপস। ছবি তুলুন,শুধু ছবি তুলুন। যত বেশি ছবি তুল্বেন তত বেশি ভালো ছবি তোলা শিখবেন। ফটোগারাফির বই মুখস্ত করে ফেলে লাভ নাই , যদি ছবি তোলার অভ্যাস না থাকে।
মনে রাখবেন,ক্যামেরার চেয়ে অনেক ইম্পরটেন্ট হলো ক্যামেরার পিছনের চোখ। সেই চোখকে বিকশিত হবার সুযোগ দিন।
হেপ্পি ফটোগ্রাফি।
প্রথমে পোট্রেট দিয়ে শুরু করি। এই বুড়া দাদুর ছবিটা তুলেছি ভার্সিটির সামনে থেকে।
এটা এক্সপেরিমেন্টাল লাইট এন্ড শেড পোরট্রেট। ছবিটা কিভাবে তুলেছি জান
তে হলে ঘুরে আস তে পারেন এই পোস্ট থেকে। আবারো ফটোগ্রাফি- যারা পোরট্রেইট ছবি তুলতে ভালোবাসেন।
এটা একটা ফ্রেন্ডের ছবি। শর্টফিল্মের জন্য তোলা।
কুয়াকাটা আর সুন্দরবনের মোহনা। ডি২০০ দিয়ে তোলা।
লাইন ফটোগ্রাফি। সুন্দরবনের ছবি।
এইটা কক্সবাজার।
এটা তোলা কুমিল্লার ময়নামতিতে।
ছবির নাম পথচলা।
এবার ম্যাক্র ফটগ্রাফি। শিশিরের ছবি।
এইটাও শিশিরের ছবি।
ভোরবেলায় ধানের উপর। গ্রামের বাড়ি থেকে তোলা।
মাশরুমের ছবি।
পদ্মা নদি। আমার কাজিনের ছবি।
মডেল ফটোগ্রাফি শুরু করে দিলে খারাপ হয় না।
আব্বু চায়না থেকে কতগুলো বিশাল সাইজের ঘুড়ি নিয়ে আসছিলো। অনেক সুন্দর। উড়াতেও অনেক মজা।
গ্রামীন ফোনের এড হতে পারে ছবিটা দিয়ে।
প্রথম দিকের একটা এসাইন্মেন্টের ছবি।
আগুন। শটার স্পিডের কেরামতি।
এটা জার্নি বাই বোটের ছবি।
স্টেডিয়ামের পাশ থেকে তোলা।
গোলাপ ফুল।
তাল্গাছবাদিদের জন্য।
বোনাস পিক । এইটা অবশ্য কোন ছবি না। গ্রাফিক্স ডিজাইন।
নাম- বুনোমানুষ।
ইলাস্ত্রেটর এ করা।
কোনটা সবচেয়ে ভালো লাগলো ?? জানাতে ভুলবেন না। সমালোচনাও সাদরে গৃহিত হবে।
---------------------------------------------------------
পোস্ট উৎসর্গঃ সামুর সকল নবীন-প্রবীন ও শখের ফটোগ্রাফারদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।