অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।
উৎসর্গঃ
চেয়ারম্যান০০৭
উদাস যুবক
অন্ধকারের রাজপুত্র
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
আর সবাইকে যারা ক্রমাগত অনুপ্রেরণা দিয়ে গেছেন।
And i saw the bridge,
reflected into deep blue water
ফ্লিকার লিঙ্ক
আমার এই ছবিটা ECORPS এর "বিজয় উৎসব ২০১২- Celebration of PRIDE Photography Exhibition at Cox's Bazar Beach" এক্সিবিশনের জন্য সিলেক্ট হয়েছে।
১৫ ডিসেম্বর কেউ কক্সবাজার লাবনী বীচে গেলে এই এক্সিবিশন দেখতে পাবেন। এটা আমার দ্বিতীয় এক্সিবিশন।
নীল সবুজ আলোয় কদম ফোয়ারা
ফ্লিকার লিঙ্ক
ঢাকা প্রেস ক্লাব মোড় এর কদম ফোয়ারা, একদিন রাতে গেছিলাম। চালু ছিল না ফোয়ারাটা। ওখানকার মামা কে বললাম ছবি তুলব, উনি চালু করে দিলেন।
উনাকে অবশ্য চা নাস্তা খাবার টাকাটা জোর করেই দিতে হয়েছে। ভালো মানুষ।
Rainbow in the Fontana
ফ্লিকার লিঙ্ক
ধানমণ্ডি লেকের পাশে পার্ক করতেছিলাম, হঠাৎ দেখি ফোয়ারাটায় রঙধনু !!! সাথে সাথেই নেমে দৌড়। সীমান্ত স্কয়ার এর সামনের ফোয়ারা।
Ur Reflection is Just What u Look Like
ফ্লিকার লিঙ্ক
জিয়া উদ্যান (চন্দ্রিমা উদ্যান) থেকে তোলা।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার
ফ্লিকার লিঙ্ক
পূর্ব নাম ভাসানী নভোথিয়েটার। ভাগ্য ভালো জনগণের নাম পরিবর্তনের অধিকার সরকারের হাতে নাই। তাহলে আমার নাম হয়তোবা বঙ্গবন্ধু সুমন রহমান, চেয়ারম্যান সাহেবের নাম চেয়ারম্যান মুজিবর রহমান হইয়া যাইত। লুল।
Classy Decor
ফ্লিকার লিঙ্ক
কার্জন হল।
রাতের ঢাকা
ফ্লিকার লিঙ্ক
সংসদ ভবনের পিছনের দিকের রাস্তা।
প্রতিবিম্বিত সংসদ ভবন
ফ্লিকার লিঙ্ক
বিয়াফুক গবেষণার পর জানিয়াছি, বিল্ডিং গুলা এভাবেই একটু বাঁকা করে বানানো, আমার দোষ না, আমি বানাই নাই, বিশ্বাস করেন।
কদবেল মামা
ফ্লিকার লিঙ্ক
ইনাকে মনে হয় অনেকেই চিনেন। ঢাকা ভার্সিটির সুইমিং পুলের সামনে বসেন ইনি।
Destined to Clouds
ফ্লিকার লিঙ্ক
পদ্মায় তোলা।
মাওয়া ফটোওয়াকে।
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
ফ্লিকার লিঙ্ক
আগের ফটোব্লগ গুলোঃ
আমার ফেসবুক পেজ
ফটোব্লগঃ মাওয়া ভ্রমণ ও অন্যান্য (নবম কিস্তির ছবিব্লগ) খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে
ফটোব্লগঃ আমার তোলা কিছু ছবি (অষ্টম কিস্তি), চা পানির ব্যবস্থা আছে
আমার তোলা কিছু ছবি ( যেকোনো গঠনমূলক সমালোচনা সাদরে গৃহীত) কেমন লাগল জানাতে ভুলবেন না
ক্যামেরার চোখ দিয়ে ( আমার ফটোব্লগ) খানাপিনার সুব্যবস্থা আছে
ক্যামেরা হাতে আমার চোখে। দেখুন তো কেমন হয়েছে ফটুক গুলান
নতুন ডি এস এল আর টাতে আমার তোলা ব্র্যান্ড নিউ কিছু ছবি। দেখুন তো কেমন হয়েছে
ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩
আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ)
ক্লিক ক্লিক ক্লিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।