আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম জাতির ঐক্য

আন্যায়ের বিরূদ্ধে কথাবলতে ভালো লাগে মুসলিম জাতী আজ নানাদল নানামতে বিভক্ত,প্রথমত শিয়া সুন্নি ,প্রত্তেক দলই নিজ নিজ অবস্তা নিয়ে সনতষ্ট ৷সুন্নি আবার প্রধানত চার ভাগে বিভক্ত যেমন ১৷হানাফি ২৷মলেকি ৩৷শাফি ৪৷হাম্বলি ৷আমাদের এই উপ মহাদেশের প্রায় ৮০% ই হানাফি মাযাহাবের বলে দাবি করেথাকে বাকি ২০% অনান্য মাযাহাব এবং শিয়া সমপ্রদায় ও রয়েছে ৷ আমাদের বাংলাদেশে এই হানাফি মাযাহাবের মধ্যে রয়েছে বিভীনন দল যেমন জামায়াতি ইসলাম,ইসলামি সাশনতন্ত্র আণ্দলন,হিজবুদ তাওহিদ,হিজবুদ তাহরিরী,ইওাদি আরো অনেক ইসলামি দল রয়েছে ৷প্রত্তেক দলই নিজ নিজ অবস্তা নিয়ে সনতষ্ট,আবার প্রত্তেক দলই অন্য দলের বিরূদধে খারাপ মনতব্য করতেও দিধা করেনা,কনো দল মিলাদুন্নবি পালন করে তো কনো দল পালন করে সিরাতুন্নবি,আসলে রসুল(সঃ)ও সাহাবারা কেউই মিলাদুন্নবি বা সিরাতুন্নবি কখনোই পালনকরেননি যাহোক আমাদের দেশের বড় বড় ইসলামিক ইসকলাররা তা কোরছেন আবার কেউ কেউ কবরপূজা,পীরপূজাকেও হালাল করছেন ৷অথচ আললাহ রাববুল আালামিন পবিএ কুরআনে কিবলেছেন দেখুন ৷ সূরা মু”মিনুন ৫১ নং আয়াত হে রসুলগন!তোমরা পবিএ বসতু হইতে আহার কর ও সৎ কম্র্ কর ,তোমরা যাহা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত ৷ সূরা মু”মিশুন ৫২ নং আয়াত এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমিই তোমাদের প্রতিপালক,অতএব আমাকে ভয় কর ৷ সূরা মু”মিশুন ৫৩ নং আয়াত কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দীন কে বিভিন্ন দলে বিভক্ত করিয়াছে প্রত্যেক দলই-তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত হয় ৷ সূরা মু”মিশুন ৫৪ নং আয়াত সুতরাং কিছু কালের জন্য উহাদিগকে শীয় বিভ্রান্তিতে থাকিতে দাও ৷ সূরা আল ইমরান ১০৩ নং আয়াত৷ ৩৷ তোমরা সকলে আললাহর রজ্জু-পরস্পর দৃঢ়ভাবে ধর এবং পরস্পর-বিচ্ছিন্ন হইওণা ৷তোমাদের প্রতি আললাহর অনুগ্রহ স্মরণ কর ৷ তোমরা ছিলে পরস্পর শত্রু-এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন,ফলে তাঁহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে৷তোমরা তো-অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে,আললাহ্ উহা হইতে তোমাদিগকে রক্ষা করিয়াছেন৷এইরুপে আললাহ্ তোমাদের জন্য তাঁহার নিদর্শনসমূহ ইসপস্ট বিবৃত করেন যাহাতে তোমরা স পথ পইতে পার৷ সূরা আন আম ১৫৯ নং আয়াত যাহারা দীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোন দাইও তোমার নয়,তাহাদের বিষয়ে আললাহর ইখ্তিয়ারভুকত৷আললাহ্ তাহাদিগকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.