আমাদের কথা খুঁজে নিন

   

উইংস অব ফায়ার (অগ্নিপক্ষ) থেকে কিছু উদ্বৃতি, যারা বইটি পড়েননি তাদের জন্য

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম এর আত্মজীবনী উইংস অব ফায়ার এর বাংলা অনুবাদ অগ্নিপক্ষ। মাত্র ২০২ পৃষ্ঠার বইটি যারা পড়েছেন তাদের জন্য নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা বইটি পড়েননি তাদের জন্য এই বই এর লেখা থেকে কিছু অংশ শেয়ার করার খুব ইচ্ছে হলো। তাই এই লেখার অবতারণা।

বইটি আমার কাছে মনে হয়েছে মানুষের জীবনের বাস্তববোধকে জানার একটি খনি। ‌বইটিতে খলিল জিব্রানের লেখা থেকে উদ্বৃতি যে রুটি ভালবাসা বিনা প্রস্তত, তা বিস্বাদ, তাতে ক্ষুধা অর্ধেক মাত্র মিটে। এর সূত্র ধরে বইটিতে বলা হয়েছে যারা অন্তর দিয়ে কাজ করতে পারেনা তাদের সাফল্য অন্তসারশূন্য, তাতে অন্তরের যোগ থাকে না। তাতে চর্তুদিকে তিক্ততারই সৃষ্টি হয়। তুমি যদি লেখক হও, অথচ তোমার মনে গোপন সাধ আইনজীবী বা ডাক্তার হওয়ার।

তাহলে তোমার লেখা তোমার পাঠককে অতৃপ্ত রাখবে। তুমি যদি হও শিক্ষক অথচ তোমার মনে সাধ ব্যবসায়ী হওয়ার, তাহলে তোমার ছাত্রের জ্ঞানতৃষ্ণা অপূর্ণ থেকে যাবে। তুমি যদি হও একজন বিজ্ঞানী যে বিজ্ঞানকে ঘৃণা করে , তাহলে তুমি যা করবে তাতে তোমার যেটা উদ্দেশ্য তা প্রয়োজনের অধিক মিটবে না। ব্যক্তিগত অ-সুখ ও ব্যর্থতা কখনই সম্পূর্ণ লক্ষ্যপূরণে সমর্থ হবে না--আংশিক হতে পারে মাত্র, তার বেশী নয়। অর্থাৎ যার যেখানে স্থান নয়, সেখানে সে যে অসুখী হবে , কৃতকার্য হবেনা, এ কোন নতুন কথা নয়।

ঈশ্বরের রাজত্ব কোন একজনের ভিতর বিদ্যমান থাকে শক্তিরূপে। এর দ্বারাই লক্ষ্য পূরণ করা যায়, স্বপ্ন সাকার করা যায়। মানুষের অভ্যন্তরের এই শক্তি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অনেক রকম অবস্থায়। কখনও কখনও, আমরা যখন প্রস্তুত, তার সামান্যতম ষ্পর্শ আমাদেরকে অর্ন্তদৃষ্টিতে, প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিতে পারে। অন্য কারও সংগে সংযোগে, একটি কথায়, একটি প্রশ্নে, একটি কোন ভাব-ভঙ্গিতে, এমনকি একটি চাউনিতে সেরকম হতে পারে।

অনেক সময় সে ঘটনা ঘটতে পারে একটি বই থেকে, একটি বাক্য থেকে, একটি বাক্যাংশ থেকে,কিংবা কবিতার একটিমাত্র পংক্তি থেকে, অথবা এমনকি একটি ছবি থেকেও। কিছু কিছু সাহসী মানুষের জীবনকথা কখনও কখনও ইতিহাসের পাতায় লেখা হয়নি ঠিকই, কিন্তও এসব নীরব মানুষই তাদের কঠোর পরিশ্রম দিয়ে জাতির প্রগতিকে কয়েক প্রজন্ম এগিয়ে দিয়েছেন। অসমাপ্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।