আমাদের কথা খুঁজে নিন

   

উইংস অব ফায়ার (অগ্নিপক্ষ) থেকে কিছু উদ্বৃতি, যারা পড়েননি তাদের জন্য

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। ভারতের প্রখ্যাত বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম এর বাংলায় অনূদিত জীবনী থেকে কিছু উদ্বৃতি এর আগে পোস্ট দিয়েছিলাম। বাকী কিছু অংশ আজকে দিলাম পাঠকদের উদ্দেশ্য। কারণ বইটা পড়ে আমার মনে হয়েছে জীবনের গভীরতম উপলব্ধিই এই মানুষটাকে তার অভীষ্ঠ সাফল্যে পৌঁছে দিয়েছে। কাজের বেলাভূমিতে যদি পদচিহ্ন রেখে যেতে চাও, দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাও।

জ্ঞান একটি অবিসম্বাদিত সম্পদ, নিজের কাজে প্রায়ই যার গুরুত্ব অপরিসীম। জ্ঞান যত আধুনিক হবে, তত স্বাধীনতা পাওয়া যাবে। জ্ঞান কেউ অপহরণ করতে পারে না, একমাত্র কাল ছাড়া। কালক্রমে জ্ঞান তার যুগোপযোগীতা হারাতে পারে। নেতৃত্ব দেওয়া মানে এক হিসেবে নিজকে ক্রমাগত শিক্ষিত করে তোলা।

সাফল্য যখন নতুন মাত্রা লাভ করে, নতুন সৃষ্টির পথ তখন খোলে যায়। ব্যক্তি বিশেষের কর্মকুশলতা ও জ্ঞানকে তখন তা অতিক্রম করে যায়। নিজকে কোন কাজে সম্পূর্ণ দায়বদ্ধ করা মানে শুধু হাড়ভাঙা খাটুনি নয়। বরং নিজকে সম্পূর্ণ নিবেদিত করে তোলা। অনেকে আছে যারা সারা জীবন পাথর দিয়ে প্রাচীর গাঁথে।

মৃত্যুর সময় তারা রেখে যায় মাইলের পর মাইল পাথরের প্রাচীর, তারা কত কঠিন পরিশ্রম করেছিল তার মূক সাক্ষী। তোমার যে সাফল্য সেটিই তোমার সুন্দর পোশাক। বিচারককে বুঝতে গেলে তুলাদন্ডের ধাঁধাঁটা বুঝতে হবে। তার এক দিকে উঁচু হয়ে থাকে প্রত্যাশা আরেক দিকে চাপানো থাকে আশংকা। আশংকার দিকটা ভারী হলে সমুজ্জল আশা রূপান্তরিত হয় নির্বাক আতঙ্কে।

আমরা জীবনকে যত ব্যবচ্ছেদ করি তত তার মোকাবেলা করিনা। ঈশ্বর এমন কথা দেননি যে আকাশ সর্বদা নীর হবে, সারা জীবনের পথ কুসুমাস্তীর্ণ হবে। ঈশ্বর কথা দেননি সর্বদা রোদ থাকবে বৃষ্টি কখনও পড়বে না। তবে ঈশ্বর কথা দিয়েছেন দিনের কাজের জন্য শক্তি থাকবে। পরিশ্রমের পর বিশ্রাম থাকবে, চলার পথে আলো থাকবে।

আজকের দুনিয়ায় প্রযুক্তিতে পিছিয়ে থাকা মানে দাসত্ব। মানুষের অন্তরে নিহিত শক্তি যদি মানুষ ব্যবহার করে, তাই দিয়ে নিজের জীবনকে, নিজের কল্পনাকে সমৃদ্ধ করে, তাতে সাফল্য আসে। তোমার সন্তানেরা তোমার সন্তান নয়। জীবনের যে আকাংখা তার নিজেরই জন্যে, তোমার সন্তানেরা তারই সন্তান। তোমার মধ্য দিয়ে তারা আসে, তোমার কাছ থেকে নয়।

তোমার ভালোবাসা তাদেরকে দিবে, তোমার ভাবনা-চিন্তা নয়। কারণ, তাদেরই নিজেদেরই ভাবনা -চিন্তা আছে। (খলিল জিব্রান থেকে এটি ঐ বইতে ব্যবহার করা হয়েছে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।