আমি দেখিনি , আমি শুনিনি , আমি বলিনি অনেক কিছুই....।
লন্ডনের চিপায় চিপায় উইংস-চিপস্ এর দোকান আর হইবো না কেন এইডাতো ওগো জাতীয় খাদ্য .......
শুক্র - শনি বার রাইতে আর স্কুল ছুটির পর এরা তো হাংগরের খিদা নিয়া ঝাপাইয়া পরে এই দোকান গুলায়
আমরা যারা এইখানে আসি প্রথম প্রথম সবার কাছেই এইগুলা খুবই উপাদেয় ( যতনা স্বাদ তার চাইতে দামটাই টানে বেশি ...অনেকে প্রতিবাদ করতে পারেন )
মোটামোটি সবাই এর প্রেম এ ইকটু হইলেও পরছে
এইবার যাই হোয়াইট চ্যাপেল ইস্টিশন এ
এই ইস্টিশনরে কওন যায় মিলনক্ষেত্র ( অন্যকিছু ভাইবেননা )
আমরা অব্শ্য এই জায়গারে গুলিস্তান কই
এই ইস্টিশন এর সামনে গেলেই একটা মামার চায়ের দোকান রে খুবই মিস করি
গরম গরম চা আর সাথে একটা বিড়ি খাইতে মুন্চায়
এইখানে গেলে পরিচিত কারো না কারো লগে দেখা হইবোই,,,,, আজিব জায়গারে ভাই ( লগে বইনেরাও )
মাইন্ড দ্য গ্যাপ
এইডা লন্ডনের টিউব শ্ট্যেশন গুলার পরিচিত বাণী !!!!! মানে প্লাটফর্ম আর ট্রেনের মাঝে যে গ্যাপরে খেয়াল করতে কয় , তো মজা হইলো আমার এক বন্ধু দেশে গিয়া ফার্মগেটে ৬ নাম্বার থিকা নামার সময়ও এই মহান বাণী ভুলতে পারে নাই.......
থাকলো বাকি ২৫ !!!!!
এইডা কি ??? জিগান এইডা কি না ????
পুরা ইস্ট লন্ডন ঘুইরা এই বাস যায় সেন্ট্রাল লন্ডন এ
আমরা এইডারে কই গণপরিবহন , লোকাল বাস ও কইতে পারেন আর যে পরিমান গান্ধা এই বাস বিশ্বাস করবেন না এই বাসের মাহাত্ত্য আমার এই একটু লেখায় শেষ হইবো না ......।
আজকে এতটুকুই থাক .............................ভালো লাগলে আমার এই রোবোটিক লন্ডন জীবন নিয়া ভবিষ্যতে হয়তো আরো পোস্ট দিতে পারি।
ভালো থাকেন সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।