আমি অমানুষ, সব মানুষের সাথে আমার বাস। নাকি মানুষ আমি, আমার বসবাস সব অমানুষের সাথে হলুদ সাংবাদিকতার অভিযোগে প্রথম আলোসহ চার দৈনিক পত্রিকা ও বাংলাদেশ ব্যাংককে লিগ্যাল নোটিশ দিয়েছে ডেসটিনি মালটি-পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিনের পক্ষে ‘ল ম্যাট্রিক্স’ নামক এক আইন প্রতিষ্ঠানের ব্যারিস্টার মিজান সায়ীদ প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, মুদ্রাকর ট্রান্সক্রাফট লিমিটেড ও প্রতিবেদক ফখরুল ইসলাম বরাবর এ নোটিশ দেন। নোটিশে ৪ এপ্রিল থেকে পরবর্তী চার দিনের মধ্যে প্রথম পাতায় লিগ্যাল নোটিশের বক্তব্য ছাপার তাগিদ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রয়োজনে মানিহানি ও ক্ষতিপূরণের আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে নোটিশে। একই সঙ্গে নতুন করে বানোয়াট প্রতিবেদন না ছাপানার জন্যও সতর্ক করা হয়েছে। বাংলানিউজ২৪ এ নিউজটি দেখে মনে হচ্ছে শুধু ডেসটিনি কেন ওইডার ছামচাগুলারেও মাথা ন্যাড়া কইরা জুতাইতে। এতো কিছুর পরও বড় গলা। অবশ্য এগুলারে যহই জুতাই আর গালিগালাজ আর থুথু ফেলিনা কেন .....................(আজকাল ভিক্ষুককে ও কিছু বললেও তার প্রেসটিজএ লাগে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।