আমাদের কথা খুঁজে নিন

   

চুরের দেশ কখন যে সোনার দেশ হবে!!

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....

শেখ সাহেব ঠিকই একসময় বলেছিলেন আমার ডানে-বামে সব চুর, আমি পেলাম চুরের খনি। উনার দল বলেন আর জিয়া সাহেবের দল বলেন কিংবা এরশাদ চাচা সবাই চুরের খনি থেকে পয়দা.. মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে হাজার হাজার টাকা লুটে নিয়েছে হাছিনার মন্ত্রীরা। এই বিচারের জন্য বাজেট, সময়ের সবচেয়ে বড় বাজেট, একটি নির্দিষ্ট খাতের জন্য আর ঐ বিচারের বিচারক, প্রসিকিউটররা মিলে লুটপাটে ব্যাস্ত। চাটগায় সাকা-কাশেমের অপরাধ তদন্তে গিয়ে উনারা কি করলেন? তদন্ত কি করলেন সেটা আমার বিবেচ্য নয়, বিবেচ্য হল ৫-৭ জন লোকের চাটগায় ৭দিন থাকার খরচ কত? ২ কোটি টাকা? এরা কি বিচার করবে নাকি বিচারের নামে ক্ষমতার শেষ দিন পর্যন্ত থেকে এইভাবে টাকা লুট করে যাবে? জনগনকে নির্বাচনের আগে উনারা তো বলেননি "মানবতা বিরোধী অপরাধের বিচার" করবেন? বলেছিলেন যুদ্ধাপরাধীর বিচারের কথা আর আমরা সেটাই চাই। "মানবতা বিরোধী অপরাধের বিচার" করলে শেখ মুজিবের আর শেখ কামালের বিচার করতে হবে জাসদের হাজার হাজার নেতা কর্মী হত্যার জন্য, জিয়ার বিচার করতে হবে হাজার হাজার সেনা হত্যার জন্য, এরশাদের বিচার করতে হবে।

অর্থাৎ এইটা একটা বালের চালাকী, "মানবতা বিরোধী অপরাধের বিচার" নামে কোন বিচারই হবে না। হাইকোর্ট পরবতীর্তে এই রায় দিয়ে এই বিচার বন্ধ করে দিতে পারে, "মানবতা বিরোধী অপরাধের বিচার" বাংলাদেশের প্রক্ষাপটে হতে হবে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বার থেকে ঘটিত অপরাধের জন্য, কারন এইরকম একখান রিট করতে যাচ্ছেন রাজাকার ব্যারিষ্টার রাজ্জাক। অর্থৎ এসব রিট টিকুক আর নাই টিকুক এসব করে সময় ক্ষেপন করে উনারা ঠিকই নির্বাচনের দিকে চলে যাবেন আর সেই পর্যন্ত আমাদের "মানবতা বিরোধী অপরাধের বিচার" কমিটি লুটপাট করে নিজেদের আখের গোছাই যাবেন। কি দরকার ছিল "মানবতা বিরোধী অপরাধের বিচার" নামে বিচার করা? সারাসরি "যুদ্ধাপরাধিদের বিচার" কিংবা "স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকরীদের বিচার" করলে কি হত? আসলে বাল কোন বিচার টিচার কিছুই করবে না, নিজেদের আখের গুছাবে, আর হাসিনা তার স্বভাব সুলভ অভিনয় আর ভন্ডামী করে যাবেন! আজকে দেশের আইন-শৃংখলার বেহাল দশা আর চামচা আইজি বলে কি সব ঠিকই চলে, বুয়ার কথা আর কইলাম না। নাটোরে পিটিয়ে মানুষ মারা হল আর হত্যাকারীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়, পুলিশ নাকি খুজে পায় না।

মামলা হয় ২দিন পরে তাও আবার নিহতের পরিবার থেকে করা.কেন পুলিশ মামলা করতে পারল না? আবার হাসিন কয় কি এইটা নাকি বিম্পির ভ্যন্তরীন কোন্দল!!! ভিড়িও ফুটেজ যে আছে সেইটা কি উনি জানে না? নাকি ঐটা উনি বুজেন না কারন উনি আবার ডিজিটাল নেত্রী!! আরে যেই হত্যা করুক, ভ্যন্তরীন কোন্দল কিংবা বালের লোক হউক গ্রেফতার করে না কেন? র‌্যাব এখন কই সিরাজগঞ্জে রেল দুর্ঘটনা হইল, ১১টা মামলা হল একদিনে!! একজন আরেকজনকে দুষারোপ করতে লাগল আর ইতিমধ্যে ৫২জন গ্রেফতার হল বিম্পির লোক..ভাল কথা..তা নাটোরের কি হইল? সব শালারা নিজেদের আখের গুচানোর চিন্তা করে। একজন ক্ষমতায় ঠিকে থাকতে চায় আর একজন কেমনে আবার ক্ষমতায় যামু সেই চিন্তায় ব্যস্ত। কারন উদ্দেশ্য একটাই চুরি করা..বাবার সম্পত্তি..চুরি-লুট করেই খাবেন উনারা..পাবলিকের কোন খুজ নাই। নাই বিদ্যুৎ, বাজারের পন্যের দাম চড়া, চলের দাম ডিজিটাল ১০টাকা..এসবের কোন খুজ নাই, বালের গনতন্ত্র, এই গনতন্ত্রের পাছায় লথি মারি। হাসিনা-খালেদাকে দেশ থেকে বিতাড়ন করা উচিৎ...এদের এই দেশে আর দরকার নাই।

জয় শালার বেটা তো বিদেশে বাড়ি-গাড়ি করেই ফেলেছেন আর এক ইহুদিকে বিয়ে করে ইসরাইলের আর্শিবাদ নিয়া নিছেন, অন্য দিকে তারেক-কোকিল চুরা ও বিদেশে আরাম আয়েশ করতাছেন। ওনাদের মায়েদের আর এইখানে থাকার কি দরকার, দয়া কইরা চইলা যান আমাদের একটু শন্তিতে বাচতে দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।