প্রথম ব্লগ .। .। .। .। আমি কহিলাম , " প্রভু , লোডশেডিং তো এখন শিল্পের পর্যায়ে পৌঁছাইয়া গিয়াছে ! "
......... হঠাৎ কানে ভোঁ ভোঁ শুনিলাম , আর আমি নাদান ভাবিলাম ইহা বোধকরি দৈব 'কেন' হইবে ।
জবাবে কহিলাম - প্রভু , সত্যমিথ্যা জানিনে । শুনিয়াছি কোনও এক সুবিখ্যাত কবি লোডশেডিং নিয়া নিরেট এক মহাকাব্য রচিয়াছেন , " মাঝে মাঝে লোডশেডিং হওয়া ভালো , নইলে মানুষ ভুলেই যাবে যে লোডশেডিং বলে কিছু ছিল " ; আর ইহাতেই যারপরনাই আনন্দিত ও উৎসাহিত হইয়া বিদ্যুত বিভাগের লোকেরা মহাশৈল্পিক উপায়ে ইহাকে জাহির করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছেন । তো আমার মনে হয় আমাদের বাংলাদেশীদের ঘরে আরেকখানা নোবেল পুরস্কার উঠিতে যাইতেছে , নচেৎ আমাদের চেয়ে কেউ তো আর এইভাবে এতো বেশী আর্থ আওয়ার পালন করিতেছে না বা বলা চলে পালন করিতে পারিতেছে না । আমরা উন্নয়নশীল দেশ , উন্নয়ন প্রয়োজন তবে নোবেল পুরস্কার বা ডক্টরেট ডিগ্রীর চেয়ে বেশী জরুরী তো আর নয় ; তাই নোবেলই চাই । প্রভু , আমরা বড়ই অদ্ভুত জাতি , বাতাসেই পেট ভরে আমাদের , সেই সাথে প্রাণটাও জুড়াইয়া পরপারে যাইতে চায় .........
।
।
।
এইবার কানে আরও জোরেশোরে ভোঁ ভোঁ শুরু হইলো সাথে ব্যথা , বুঝিলাম আগের ভোঁ ভোঁ দৈব আওয়াজ ছিল না , ছিল ঠাণ্ডা লাগায় কর্ণকুহরের গণ্ডগোল !!! ... নাকি পুরোটাই আমার ভুল ?!!
( পুরাই উরাধুরা একখান ফান পোস্ট , বাস্তব যেখানে পরাবাস্তব । কেউ যদি বাস্তবে মিল খুঁজে পান তবে ভেবে নেবো , চিকিৎসা অসম্পূর্ণ রেখেই জনপাগলস্বার্থে আপনাকে হেমায়েতপুর হতে বহিস্কার করা হয়েছে । )
*** ও হ্যাঁ , গুরুচণ্ডালী দোষ অবশ্যই দোষনীয় , তবে ?????!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।