আমাদের কথা খুঁজে নিন

   

বলুন তো, বড় না ছোট আকারের মোবাইল ফোনসেট চালিয়ে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন? এবং দুটি বড় আকৃতির মোবাইল সেটের কথা...

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   বাজারে এখন বহু মোবাইল ফোনসেটের আনাগোনা। মাত্র ১০০০টাকা থেকে শুরু করে দেড় দু'লাখ টাকার মোবাইল ফোন সেটও বাজারে পাওয়া যাচ্ছে।

একেকটার আকৃতি একেক রকম। কোনটি মোটা আবার কোনটি স্লিম, কোনটি লম্বা আবার কোনটি পিচ্চি। আগে দেখা গিয়েছে অনেকেই ছোট বা স্লিম সেট খুজতেন। বড় সেট অনেকরই পছন্দ হত না। কিন্তু এখন প্রায় সবারই চোখ থাকে ফোনের ফিচারের দিকে।

পছন্দসই ফিচার পেলে দাম ও আকারের কথা প্রায় মনেই থাকে না। বাজার ঘুরে দেখা গিয়েছে এখন টাচ স্ক্রিন মোবাইল সেটের চল। সেট গুলোর আকার মোটামুটি সাধারন হ্যান্ডসেট অপেক্ষা কিছুটা বড় হয়। টাচ স্ক্রিন সেট বড় হলে ব্যাবহার করা সহজ কারন তাতে ডিসপ্লেটাও বড় পাওয়া যায়, কিন্তু তাতে এর দামও অনেক বেড়ে যায়। যেমন বর্তমানে বাজারের বড় টাচক্রিনের ভিতর অন্যতম জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি নোটের বর্তমান বাজারমূল্য প্রায় ৬২ হাজার টাকা।

এমনিতেই এর অধিক মুল্য এবং এর বড় আকারের জন্য অনেকেই সস্তি বোধ নাও করতে পারেন। কিন্তু এতে আপনি পাবেন ৮ মেগাপিক্সেল ক্যামেরা তার সাথে ১০৮০পি তে এইচডি ভিডিও করার সুবিধা। এতে আপনি নিজ হাতে ছবি আঁকতে পারবেন ঠিক দক্ষ শিল্পীর মতই। এর সাথে ১৬ অথবা ৩২ জিবি স্টোরেজ তো পাবেনই, এবং স্যামসাং স্মার্ট ফোনের অন্যান্য সুবিধাগুলো তো থাকছেই। এবার আসি বিখ্যাত ব্রান্ড নোকিয়ার এখনকার বাজারে প্রচলিত একটি অন্যতম বড় ফোনসেট আশা ২০০ এর ব্যাপারে।

অনেক ফোনের চেয়ে ১০৫ গ্রাম ওজনের এই সেটটিকে আকার আকৃতি মটামুটি বড়ই বলা যায়। কিন্তু এই সেটের প্লাস পয়েন্ট হল এর দাম। নোকিয়ার হাজারও আপ্লিকেশন এনাবেল্ড এই সেটের দাম মাত্র সাড়ে সাত হাজারের মধ্যেই। এতে আপনি খেলতে পারবেন এ্যাংরি বার্ডস সহ আরও অনেক গেম। কুয়ারটি কীবোর্ড সহ এই সেটের স্ক্রিনও অনেক বড়, ২.৪" ।

২ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী জিপিআরএস ও এজ সুবিধাতো থাকছেই, যার ফলে আপনি প্রায় ৩০ থেকে ৪৫ কেপিবিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাবেন। এবং এগুলোর সাথে নোকিয়ার ভরসা তো থাকছেই। ফলে বলা যেতে পারে এটিও এখনকার অন্যতম সাশ্রয়ী ব্র্যান্ডেড ফিচার সমৃদ্ধ সেট। এইবার আপনি আমাদের জানান আপনি কোন মোবাইল সেটটি ব্যাবহার করেন? এবং এর আকার আকৃতি কি আপনার কাজের জন্য সহায়ক? আপনার কাছে কোনটি অধিক বিবেচ্যঃ ফিচার নাকি আকৃতি? আমাদের সাথে শেয়ার করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.