সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি 'আমার হাতে অলিক আপেল
বুকে অনেক স্বপ্ন
আধখানা দিই কার হাতে
সেই কল্পনাতেই ব্যস্ত'
তার স্বপ্ন ছিলো আপেলের ভাগ সবাইকে দেওয়া, তার ভাষায়"আমাদের কাছে কোন অলিক আপেল নেই,থাকলে কি করতাম জানি না। তবে http://www.energybangla.com নামে একটা ওয়েব সাইট আমি করেছি, সেই অলিক আপেলের ভাগ আমি সকলকে একটু একটু করে দিতে চাই।
কথাগুলো বলেছিলেন প্রায়াত সাংবাদিক সাগর সরোয়র। সাগর আর কোন দিন ব্লগারদের বলবেন না, খারাপ লাগলে আমাকে বলুন। ভালো লাগলেও বলুন।
ব্লগারদের কাছে আসলে আমার চাওয়া এতটুকুই সাইট টি ভিজিট করুন।
ভালো লাগা খারাপ লাগা নিয়েই তো মানুষ!
লিংকঃ
Click This Link
সাগরের ভাষায় "বাংলাদেশের জ্বালানি খাত নিয়ে মোক্ষম কোন ওয়েব সাইট নেই। এটা আমার জানা ছিল। যখনই কাজ করতে যাই তখনি নানা রকম তথ্যের জন্য সোর্সদের কে ফোন করতে হয়। সাংবাদিক হিসাবে সোর্সদের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক।
কিন্তু ছোট খাট তথ্য উপাত্তের জন্য তাদের কে ফোন করে বিরক্ত করতে আমার বরাবই খারাপ লাগতো। চিন্তা করতে থাকলাম কি করা যায়। আমার চিন্তা সব সময় ভালো ফলাফল নিয়ে আসে ভোর বেলায়। "
এরপর শুরু হলো আমাদের পথ চলা। আমরা চলছি।
Ittefaq এ কাজের ফাকে ফাকে এই ওয়েসাইট টি করতে গিয়ে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এক বছরেরও বেশী সময় ধরে এটি নিয়ে কাজ করতে গিয়ে আমি জানতে পেরেছি এটা বাংলাদেশ কেবল নয়, এই উপমহাদেশের জ্বালানি খাতের একমাত্র ই নিউজ পেপার।
সাগর আমরা তোমর আপেলের ভাগ পেয়েছি বন্ধু, ধন্যবাদ তোমাকে, জীবনে কিছু দিতে পারিনাই তবে পরপারেও তোমার আপেলের ভাগ পাব এই প্রত্যাশায় রইলাম।
সূত্রঃ
http://www.energybangla.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।