আমাদের কথা খুঁজে নিন

   

আমারা কোন পথে যাচ্ছি???

ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক। আমিই যখন স্বাধীনতার চেতনা নিয়ে শাহাবাগ নিয়ে লিখি সবাই হাত তালি দেয়---- (৪২ বছর হয় মাংস খাই না। বহু বছর হয় উপোস করছি ; হৃদয় জুড়ে ক্ষুধা । এই ক্ষুধা ৪২ বছরের জমানো ক্ষুধা;রক্ত প্রবাহে ক্ষুধা। এই ক্ষুধা ১০ টাকা কেজি চালের ক্ষুধা না;আবারও বলছি, না।

এই ক্ষুধা ফাঁসির ক্ষুধা; রাজাকারদের ফাঁসির ক্ষুধা। তোরা রাজাকার, তোরা রাজাকার। তোরাই খাবলে খেয়েছিস আমার মায়েদের মানচিত্র, তোরাই খাবলে খেয়েছিস আমার বোনেদের মানচিত্র। প্রজন্ম চত্বর আজ জেগে উঠেছে ফাঁসির খুধায়। আমি সেই দিন হবো শান্ত; যেদিন পাবো রাজাকারের ফাঁসির মাংস।

১০ ফেব্রুয়ারি,২০১৩ ইং রাত্রি ০২ ঃ ০২ ঘটিকা ) আবার আমিই যখন নাস্তিকেদের গালি দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তি দাবি করি কিন্তু ফাঁসির দাবি কে প্রত্যাখ্যান করি তখন ও সবাই হাত তালি দেয়। আমিই যখন হেফাযতিদের ভণ্ডামির বিরুদ্ধে বলি তখন ও সবাই তালি মারে----- নাস্তিক ধরিয়া হাজতে পরিলে হেফাজতিদের কি ফজিলত হইবে আমার বোধগম্য না। সবাই যদি আস্তিক হইয়া যায় তাহা হইলে ইহারা দাওয়াত দিবে কাহাগিগোকে? ওহে মোল্লা কূল আমি বুঝিয়াছি আপ্নারা ইমানের পরীক্ষা না দিয়াই সরাসরি জান্নাতি হুর ভোগ করিতে চাহিতেসেন আবার আমিই যখন মুসলমান হিসেবে হেফাজতিদের ২ টি দাবিকে সমর্থন করি এবং অন্যান্য দাবিকে প্রত্যাখ্যান করি তখন আমি হয়ে যাই জিহাদি ভণ্ড। কেন? কেন এই অজ্ঞতা। কেন আমরা দেশের প্রয়োজনে সকল সঠিক কাজ কে সমর্থন করি না, কেন আমরা দেশের প্রয়োজনে সকল অন্যায়ের প্রতিবাদ করতে জানি না।

শুধু ধর্ম নিয়ে বারা বাড়ি করি? "আমরা এক পক্ষ অন্য পক্ষকে গোঁড়াপন্হী, বদ্ধচিন্তার অধিকারী এবং নিজেদেরকে বিবেচক, মুক্তচিন্তার অধিকারী দাবী করছি - কিন্তু আমাদের এই আচরন কি বদ্ধচিন্তার পরিচায়ক নয়? নিজেদেরকে সঠিক হিসেবে দাবী করার জন্য আমি আপনি আমরা চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছি - ঠিক কোন যুক্তিতে? এত আয়োজন করে আমি আপনি আমরা আপনারা যে ঘৃণার চাষ এবং আবাদ করে যাচ্ছি - তার শেষ ফলাফলটা কি হবে? ভেবে দেখার প্রয়োজন আছে। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.