সব কিছুতেই ভুল হয়ে যায়---...............................আমার
চোখে এখন অনেক কিছুই ঝাপসা দেখি,
কাছের যা,
তা সব মনে দুরের ছবি
আমার মুখের শব্দ গুলো লুকিয়ে থাকে
আজকাল খুব অল্প কথাই বলতে পারি,
আমর নাকে গন্ধ সোকার শক্তি ও নেই
হাত পা গুলো গুটিয়ে
থাকে নিথর হয়ে
বয়স বাড়ার কারন এসব মোটেও নয়,
সবে মাত্র বিশের কোঠা
পার করেছি,
আমারা সকল অনুভূতি হারিয়ে গেছে
হারিয়ে গেছে ওরা
ভিষন অভিমানে
আমার আমি বোধহীন আজ
কার কারনে ?
কেই না জানুক,
সে আর আমার হৃদয় জানে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।