আমাদের কথা খুঁজে নিন

   

স্মিথের ইঞ্জুরি আমাগো তামিমের লাইগা আশীর্বাদ

নিজেকে জানার চেষ্টায় আছি হইতেছে টা কি? এইটা কি তামিমের ভাগ্য না পুরাটাই কাকতালীয়? দ্বিতীয় মৌসুমে আইসা জেমস হোপের ইনজুরিতে পুনের নতুন কাউরে খোজা আর হেই সময়েই এশিয়া কাপে তামিমের এইরম পেরফরমেন্স। যার লাইগা দাদার হাত ধইরা পুনের সাথে চুক্তি হইল। মাগার পুনের ৫/৬ জন ওপেনারের লাইগা প্রথম একাদশে সুযোগ পাওনই মুশকিল। পুনের ওপেনিং এ আবার অটোমেটিক চযেস স্মিথ লগে থাকব পাগলা রাইডার বা উত্থাপা (বাকিগুলান এইরম মানের না)। যার লাইগা তামিমের প্রথম মৌসুম বইলা হইত বেশি ম্যাচে সুযোগ হইত না। কিন্তু হেই সময়েই স্মিথ এঙ্কেল ইনজুরিতে পইরা ৮/১০ সপ্তাহের লাইগা মাঠের বাইরে চইলা গেল আর তামিমের ও কপাল খুইলা গেল। এখন কেডায় ওপেন করব? আমাগো তামিম আর রাইডার/ উত্থাপা নাকি রাইডার আর উত্থাপা? রাইডার নাকি লগে পাগলের ডাক্তার লইয়া আইসে আর পাগলামি করব না বইলা। মাগার পাগল ছাগল দিয়ান তো আর ক্রিকেট খেলন যায় না, এইডা খালি পুনের মালিক বুঝলেই হয় ব্যাস তামিমরে আর আটকায় কেডা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।