.২০০৭ এ যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম,তখন আমার রুম-মেট আমাকে বলেছিলেন,"চবি হলো বাংলাদেশের বাইরের একটা ভার্সিটি,যেটা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই।"আমি জুনিয়র ছিলাম বলে সে সময় তেমন কিছুই বলি নি।কিন্তু আজকে এম.এস এক্সামের শেষ পর্যায়ে এসে আটকে গিয়ে শুধু ঐ কথা গুলো মনে পড়ছে।চট্টগ্রামের সর্বোচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে বন্ধ।মার্চের ১৬ তারিখ থেকে ক্যাম্পাস খুলে দেয়া হলেও এখনো শাহ আমানত হল সিল গালা।শিবির "সফল"ভাবে তাদের অবরোধ পালন করে যাচ্ছে,আর ছাত্রলীগ চেয়ে চেয়ে দেখছে আর আঙ্গুল চুষতেছে।মাননীয় প্রধানমন্ত্রী,আপনি বলেছিলেন,"একটি বাড়ি একটি খামার",আর আমাদের অবস্থা হলো,"একটি এক্সাম/ক্লাস,সাথে অচেনা নম্বর থেকে হুমকি "।হোয়াট এ ঢিলা অথরিটি উই হ্যাভ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।