আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদো আর হিগুয়েইনের জোড়া গোলে রিয়ালের বড় জয়

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা আইপিএলে বোলারদের আতংক গেইল! ৬ পয়েন্ট পেছনেই রইলো বার্সেলোনা, বিস্তারিত ম্যাচ রিপোর্ট বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যাবধান কমে ছয়ে এসেছে। তাই লা লীগার বাকি ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প দেখছেনা রিয়াল মাদ্রিদ। সেই পথেই তারা আছে। আর তাদের এই শিরোপা যাত্রার ধকল যাচ্ছে প্রতিপক্ষের উপর দিয়ে। ওসাসুনাকে ৫ – ১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা যাত্রায় ভালোভাবেই থাকলো রিয়াল মাদ্রিদ।

শুরুটা করেছেন বেনজেমা। খেলার মাত্র ছয় মিনিটের সময় রোনালদোর দারুন এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দিলেন বেনজেমা। এরপর খেলার ৩৭ মিনিটের সময় রোনালদো ব্যাবধান দ্বিগুন করেন। এর ৩ মিনিট পরেই মাদ্রিদের হয়ে নিজের শততম গোল করে ব্যাবধান ৩-০ করেন হিগুয়েইন। দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরু হবার কিছুক্ষন পর, খেলার ৪৯ মিনিটের সময় ওসাসুনা স্ট্রাইকার নিনো গোল করে ব্যাবধান ৩-১ করেন।

এরপর খেলার ৭০ মিনিটের সময় ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪ – ১ গোলে এগিয়ে দেন রোনালদো। লীগে এটা তার ৩৭ তম গোল। ৭৭ মিনিটের সময় রোনালদোর পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন হিগুয়েইন। খেলার শেষ মুহুর্তে ওসাসুনার বদলী মিডফিল্ডার রোনাল্ড লামা পরপর দুটো হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশজনের দলে পরিনত হয় ওসাসুনা। কিন্তু খেলা শেষ হয় ৫ – ১ স্কোরলাইনেই।

আজকের পাঁচটি গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছে। আর মাত্র সাতটি গোল করলেই লা লীগার এক মৌসুমে ক্লাবের ইতিহাসে সবচাইতে বেশি গোলদাতা দল হবে এ মৌসুমের রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের আগামী ম্যাচ চ্যাম্পিয়নস লীগে অ্যাপোয়েলের বিপক্ষে। মূল রিপোর্ট এখানে আরো পড়ুন>> হিগুয়েইনের এর ১০০ গোল ক্রিকেটের বাইরে কিছুই ভাবতে চাই না - সাকিব আল হাসান (সাক্ষাতকার)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।