আমাদের কথা খুঁজে নিন

   

দুবাই ভ্রমণঃ পর্ব ২

আগের পোস্টঃ দুবাই ভ্রমণ পর্ব-১ এমিরেটস মলঃ ২য় দিন সকালে গেলাম এমিরেটস মলে। শেখ যায়েদ রোডে অবস্থিত দুবাইয়ের সবচে বড় শপিং মলে মেট্রো রেলে চড়েই যেতে পারেন। এখান থেকে স্বর্ণ সহ যাবতীয় কেনাকাটা করতে পারেন। এখানকার বিশেষ আকর্ষণঃ স্কিওয়ার্ল্ড- কৃত্রিমভাবে তৈরী এক টুকরো বরফের দেশ। এখানে স্কি করতে পারে।

সারাটা সকাল এখানে ঘুরেফিরে টুকটাক কিছু কেনাকাটা করলাম। এমিরেটস মলের সামনে বুর্জ আল আরবঃ দুপুরে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে গেলাম জুমেইরা বিচ রোডের পাশে, সমুদ্রের মাঝে অবস্থিত বুর্জ আল আরবে-বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেলে। প্রবেশমূল্য অনেক বেশি (২০০ দিরহামের মত), ড্রেস কোড মেনে ঢুকতে হবে। যদি প্রবেশ করেন তাহলে Sahn Eddar তে চা পান করে দেখতে পারেন (৭৫-১০০ ইউএস ডলার!—এটাই এখানের সবচে কম খরচের মেন্যু)। তবে এখানে সন্ধ্যায় আমিরাতের অন্যতম সেরা সূর্যাস্ত দেখতে পাবেন।

বুর্জ আল আরবের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। অসংখ্য ট্যুরিস্ট পাবেন এখানে। দূর থেকেই দেখা যাচ্ছিল বুর্জ আল আরব বুর্জ আল আরবের সামনের রাস্তায় প্রবেশদ্বার Wild Wadi Water Park: বুর্জ আল আরবের মূল গেটের বাম পাশে জুমেইরা রোডের সাথে ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক। ফ্যান্টাসি কিংডমের মত এই পার্কে ২৩ টি মজাদার রাইড আছে। এখানে ডলফিনের সাথে সাঁতার কাঁটতেও পারেন।

ফ্যামিলি-বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুব চমৎকার একটা জায়গা। ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক জুমেইরা বিচ এবং পার্কঃ বুর্জ আল আরব থেকে জুমেইরা রোড ধরে হাঁটা ধরলাম। পড়ন্ত বিকেল। মরুভুমির সূর্যের তেজ কমতে শুরু করেছে। জুমেইরা রোডে আমিরাতের এই বিখ্যাত বিচে স্নরকেলিং, স্কুবা ডাইভিং, জেট স্কি ইত্যাদি মজাদার আইটেমে অংশ নিতে পারবেন।

দিনে বিচে প্রচন্ড রোদ থাকে, বেশিক্ষণ থাকলে সানস্ক্রিন ক্রিম সাথে নেবেন। আরেকটা বিষয়ঃ দুবাইয়ের সব বিচে ফুলপ্যান্ট বা ট্রাউজার পরে সমুদ্রে নামা নিষেধ। শর্টস পরে নামতে হবে। কাজেই পানিতে নামতে চাইলে শর্টস, টাওয়েল সহ একসেট পরিধেয় কাপড় সাথে আনবেন। পানিতে না নামলে সন্ধ্যা বা রাতের বেলায়ও বিচে যেতে পারেন।

ভীষণ রোমন্টিক রাতের সমুদ্র। সাথে আপনার প্রেয়সী থাকলে সন্ধ্যায় একসাথে সোজা পশ্চিমে হাঁটতে পারেন এই বিচের পাশ দিয়ে। অনেক ইউরোপিয়ান মেয়েদের দেখেছি এই বিচে তার পুরুষ সঙ্গীর বাহু জড়িয়ে হাঁটতে। বামে আলো ঝলমলে দুবাই আর ডানে আরব সাগর থেকে ভেসে আসা শীতল বাতাস আর সাগরের মৃদু গর্জন রোমান্টিকতাকে বাড়িয়ে দেয় বহুগুনে। সন্ধ্যায় এই বিচ ধরে হাঁটতে গিয়ে তীব্রভাবে মিস করেছি বউকে।

...সময় থাকলে সাথে বিচের পাশের জুমেইরা পার্কেও যেতে পারেন। আরব সাগরের নীল পানিতে বোট ভাড়া করে ঘুরতে পারেন সারাদিন বিচের পাশেই পেভমেন্টে বসার ব্যবস্থা আর নানা রকমের দোকান বিচ থেকে দেখা যাচ্ছিল সমুদ্রের মাঝের হোটেল আটলান্টিস (পরবর্তী পর্বঃ ডেজার্ট সাফারি)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।