দুবাই। আধুনিক শহরের শ্রেষ্ঠত্বের তকমা গায়ে লাগিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি শহর এ দুবাই। মাত্র কয়েক দশকে এটি বিশ্বকে চমকে দিয়েছে। মানুষের হাতে পরিকল্পনা মাফিক গড়ে ওঠা আধুনিক শহরের সেরা উদাহরণ এটি।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা এ শহরটির একটি অংশ সমুদ্রকে ঠেকিয়ে জেগে উঠেছে দারুণভাবে। দুবাই শহরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নান্দনিকতা। সুউচ্চ দালান নির্মাণের সাফল্য এই শহরটির হাতে তালুবন্দী। সময়ের পালাবদলে সুষ্ঠু পরিকল্পনা ধরে এগোনো স্থাপত্যবিদদের সেরা আয়োজন মানা হয় এ শহরকে। নিরাপদ ও বসবাসের প্রিয় শহরগুলোর তালিকায় এ শহরকে এগিয়ে রাখেন অনেকেই।
নামি-দামি তারকাদের অনেকেরই নিজস্ব বাড়ি আছে এখানে। ভ্রমণ আর ব্যবসা পরিচালনার পাশাপাশি সময় কাটানোর জন্য প্রতিবছরই বিভিন্ন দেশের অসংখ্য নাগরিক ছুটে আসেন এই শহরে। রাতের দুবাই অন্য জগতে নিয়ে যাবে পর্যটকদের। বিশ্বের সবচেয়ে সুউচ্চ দালান বুর্জ আল খলিফা এই শহরের গর্ব। যে পরিকল্পনা ধরে দুবাই নির্মিত হচ্ছে তাতে ২০১৫ সালের মধ্যে তা হবে পৃথিবীর সবচেয়ে গোছানো ও স্থাপনায় নান্দনিকতায় ভরপুর এক আধুনিক শহর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।