বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি দুটো চ্যানেলে দুটো ভিডিও দেখলাম। গাজী টিভিতে দেখলাম পেশাগত দায়িত্ব পালনের সময় ইটিভির নারী সাংবাদিক নাদিয়াকে বেদম প্রহার করেছে হেফাজতীরা। গণিমতের মাল ভেবে ঝাঁপিয়ে পড়ার আগে উদ্ধার করে কতিপয় সাংবাদিক ও পুলিশ। আরো চার থেকে পাঁচ নারী সাংবাদিকও লাঞ্ছনার শিকার। সময় টিভিতে দেখলাম গণজাগরণ মঞ্চ আক্রমণ করতে এসে ধাওয়া খেয়ে পালাবার সময় ধরা পরে এক হেফাজতী। আর সেই হেফাজতীকে গণপিটুনী থেকে রক্ষা করছিলো কে জানেন? কাঁধে ব্যাগ, হাতে লাঠি নেওয়া গণজাগরণ মঞ্চের এক তরুণী, যিনি সেই হেফাজতী তরুণকে নিজের ভাইয়ের মত করে হাত ধরে তার সামনে দাঁড়িয়ে বাঁচিয়েছিলেন উন্মত্ত জনতার কাছ থেকে। এটাই তাদের আমার মধ্যকার পার্থক্য। এটাই বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যকার পার্থক্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।