ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! সবাই শুধু নকল খোজে। আর বাংলা মুভিকে পচায়। অথচ এককালে বাংলাদেশে হিন্দী মুভি'র কপিরাইট এনে মুভি বানাত। সেগুলো হিট ও হত নিঃসন্দেহে।
এখন কি কাল পড়ল সোহানুর রহমান সোহান ও রিমেক ছাইড়া সাউথ কপি মেরেই ছবি চালিয়ে দেয়!!!
তা যাই হোক বলছিলাম ডার্টি পিকচারের রিমেকের কথা।
বর্তমান সময়ে সবাই যেভাবে সাউথ ইন্ডিয়ান/কোরিয়ান আর হলিউডি মুভি তো আছেই যেভাবে মজে আছে তাদের জন্য এরকম ১৮+ এবং পারিবারিক মুভি বাংলাদেশে বানানো জরুরী হইয়া পড়েছে!!
এতে ফায়দা ও আছে,শুধু বিনোদন ই এখানে সবকিছু না। বিদ্যা ভারতের জাতীয় পুরষ্কার পেয়েছে এই মুভি করে। সুতরাং পপি ও সেই আশা করতে পারে!
যারা ভাবতেছেন পপি তো অনেক মোটা সে কিভাবে মানাবে? তাদের জন্য বিদ্যা'র ময়লা মুভিখান ও দেখে আসা উচিৎ মনে করি। অন্য মুভির কথা বলতে পারবোনা তবে এই মুভির জন্য পপি থেকে বেটার চয়েস কেউ হতে পারবেনা
#এই মুভি রিমেক হইলে আমাদের তরুন যুবা'রা আবার সিনেমাহলে ফিরে আসবে
#এই মুভিতে টাইটস নামের কোন বস্তু থাকিবেনা সুতরাং এই মুভি নিয়ে স্যাটায়ার লেখার চান্স ও কেউ পাবেনা
#আমাদের সিনেমায় ইমরান হাশমী'র উৎপাদন না হইলেও টিভি মিডিয়ায় বেশ কজন ইমরান হাশমী'র আগমন আমরা খুব ভালোভাবেই টের পাচ্ছি। সুতরাং তাদের মঞ্জিলে মকসুদের পৌছানোর জন্য ও এই মুভি কাজে লাগিবে
#আমরা শুধুমাত্র শাকিব নির্ভরতা থেকে মুক্তি পাব।
এবং ১৮+সামাজিক পারিবারিক নামের নতুন একটি ধারা আমাদের সিনেমায় চালু করতে পারব
###বর্তমান সময়ের বাংলা মুভির যে হাল নজরে এসেছে তা থেকে উত্তরনের জন্য সামাজিক একশন ধারা থেকে বের হওয়া জরুরি। আর সিনেমার ভ্যারাইটি হারিয়ে গিয়েছে অনেকদিন হল।
#সবশেষে বাংলাদেশের এফডিসির পরিচালক পদে শেখ ফজলুল হক আমিনি কে নিয়োগ দেয়া হোক!!(যদি চলচ্চিত্রের এই হাল ই রাখতে চায়)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।