আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যা বালানের ডার্টি পিকচারের বাংলা রিমেকে আমি পপিকে চাই...আপনাদের কি মতামত?

ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! সবাই শুধু নকল খোজে। আর বাংলা মুভিকে পচায়। অথচ এককালে বাংলাদেশে হিন্দী মুভি'র কপিরাইট এনে মুভি বানাত। সেগুলো হিট ও হত নিঃসন্দেহে। এখন কি কাল পড়ল সোহানুর রহমান সোহান ও রিমেক ছাইড়া সাউথ কপি মেরেই ছবি চালিয়ে দেয়!!! তা যাই হোক বলছিলাম ডার্টি পিকচারের রিমেকের কথা।

বর্তমান সময়ে সবাই যেভাবে সাউথ ইন্ডিয়ান/কোরিয়ান আর হলিউডি মুভি তো আছেই যেভাবে মজে আছে তাদের জন্য এরকম ১৮+ এবং পারিবারিক মুভি বাংলাদেশে বানানো জরুরী হইয়া পড়েছে!! এতে ফায়দা ও আছে,শুধু বিনোদন ই এখানে সবকিছু না। বিদ্যা ভারতের জাতীয় পুরষ্কার পেয়েছে এই মুভি করে। সুতরাং পপি ও সেই আশা করতে পারে! যারা ভাবতেছেন পপি তো অনেক মোটা সে কিভাবে মানাবে? তাদের জন্য বিদ্যা'র ময়লা মুভিখান ও দেখে আসা উচিৎ মনে করি। অন্য মুভির কথা বলতে পারবোনা তবে এই মুভির জন্য পপি থেকে বেটার চয়েস কেউ হতে পারবেনা #এই মুভি রিমেক হইলে আমাদের তরুন যুবা'রা আবার সিনেমাহলে ফিরে আসবে #এই মুভিতে টাইটস নামের কোন বস্তু থাকিবেনা সুতরাং এই মুভি নিয়ে স্যাটায়ার লেখার চান্স ও কেউ পাবেনা #আমাদের সিনেমায় ইমরান হাশমী'র উৎপাদন না হইলেও টিভি মিডিয়ায় বেশ কজন ইমরান হাশমী'র আগমন আমরা খুব ভালোভাবেই টের পাচ্ছি। সুতরাং তাদের মঞ্জিলে মকসুদের পৌছানোর জন্য ও এই মুভি কাজে লাগিবে #আমরা শুধুমাত্র শাকিব নির্ভরতা থেকে মুক্তি পাব।

এবং ১৮+সামাজিক পারিবারিক নামের নতুন একটি ধারা আমাদের সিনেমায় চালু করতে পারব ###বর্তমান সময়ের বাংলা মুভির যে হাল নজরে এসেছে তা থেকে উত্তরনের জন্য সামাজিক একশন ধারা থেকে বের হওয়া জরুরি। আর সিনেমার ভ্যারাইটি হারিয়ে গিয়েছে অনেকদিন হল। #সবশেষে বাংলাদেশের এফডিসির পরিচালক পদে শেখ ফজলুল হক আমিনি কে নিয়োগ দেয়া হোক!!(যদি চলচ্চিত্রের এই হাল ই রাখতে চায়) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.