আমাদের কথা খুঁজে নিন

   

চুরি বিদ্যা - ডাব

আমার একটা ভাল নাম ছিল - "আকাশ" যতদিন তুমি ছিলে

আসসালামু আলাইকুম , ব্লগের সকল ভাই/আপুরা ভালা আছো নী ? আফনাগো কান্ড কারখানা কয়েকদিন ধরিয়া পর্যবেক্ষণ করিয়া এই মর্মে উপনীত হইয়াছি যে "ঠেঙ্গা" । আই মিন বুড়া আঙ্গুল কাইত কইরা ঠেঙ্গা দেহাইলাম যার মানে কচু । আপনাগো মস্তিষ্ক দিয়ে উস্তা ভাজি ও হইবে না । আপনাদের পরচর্চা এতটাই প্রভোল যে আজকে দেশে যুদ্ধ লাগলে দেশ রক্ষাকারীর চেয়ে দেশ বিক্রি করে দেয়ার সংখ্যা বেশি হইবেক । যাউকগা রাজনীতিক আলাফ ।

আমি অনেক ভেবে দেখলাম আপনাদের আসলে চোর হওয়া দরকার আছিলো । আমি আপনাদের জন্য কিছু বিদ্যা নিয়ে এসেছি , যেগুলো শিখিয়ে জাতীকে চোরে রুপান্তর করার বেরথো প্রচেস্ট করিবো । এতদিন তো এই তোর দাদায় চোর , এই তোর নানায় ডাকাইত বলে একে অপরকে আঙ্গুল তুলে দেখিয়েছেন আইজ শিক্ষে লন কিভাবে আসলে চুরি করতি হয় । আমার চুরি বিদ্যার কিছু ঘটনাবলি একে একে সাজিয়ে উপস্থাপন করিব এবং এর থেকেই আপনারা শিখতে পারবেন একচুয়ালি চুরি কেম্নে করতে হয় । আজকের চুরি বিদ্যায় থাকছে "ডাব" আহা ঠেলাঠিলি না করে বহেন না ক্যান ? হ্যা হ্যা বলেছিই তো আস্তে আস্তে ডাব , পেয়ারা , লেবু , মরিচ , মন এবং মানুষ চুরির বিদ্যা ও শেখানো হবে ।

এবার বহেন ত ভাই । ডাব চুরির কাহিনী তহন শীতকাল । আন্ধার ঘুটঘুইট্টা কুয়াশা মাখা শীতকাল । শীতকালীন স্কুল বন্ধের কারনে গ্রামে গেলাম বেড়াতে । আমি কিন্তু অতিরিক্ত ভদ্র আর সুশীল পুলা ।

চরিত্রে তো দূরে থাক নিজের গায়ে পর্যন্ত কালা দাগ নাই । এহেম ! যাই হোক তো সেবার গ্রামে কিছু ভদ্র নামের চোরদের সাথে আমার পরিচয় হইলো । এতদিন পর আসার জন্য তাঁরা তো হেবী পিলান পুগ্রাম কইরা ফেললো । লিস্টে পত্তুম আইলো ডাব চুরি । গ্রামের একটা গার্লস স্কুলে ইয়া বিশাল নারিকেল গাছে কচি ডাব ধরেছিলো সেবার ।

আহা ! অহন ও চোক্ষে ভাসে । গার্লস স্কুল এর মতন গাছের উপর লোলুপ দৃষ্টি পড়তে দেরী চোরেগো ডাব খাওনের প্ল্যান হইতে দেরী লাগে না । আমরা ৫ জন চোরা যুক্তি কইরা রাইত ১২ টায় বাইর হইলাম । যেহেতু গ্রাম অঞ্চল তাই পাবলিক গভীর ঘুমে থাকে ১২ টায় । পথিমধ্যে একটা ছুডু বাঁশ দেইখা এক চোরায় বাঁশ নিয়ে নিলো , যদিও বা আমার কলিজা তখন ও কাপতেছিলো ।

স্কুলের মাঠের আগে একটা শসা ক্ষেত দেখে সবাই শসা আগে চুরি করার প্ল্যান করলাম , এইটা হইলো ছুডু খাড ব্রেক চুরি । একজন দেখলাম শসা খেতেই ২ নাম্বারী কাম শুরু কইরা দিলো , হেতের নাকি আইজ রাইতে শুঁটকী দিয়ে খাইয়া আইছিলো তাই পেট আগেই কাইত হইয়া গেছে । ওর পেডের কৃতকর্মের আওয়াজে এই ঘুটুঘুইট্টা অন্ধকারে ও হেলিকাপ্টার এর মতন সাউন্ড শোনা যাইতেছিলো । আমরা ত ভয়ে দৌড়ে গিয়ে একটা গাছের আড়ালে দাড়াইলাম । হালায় কাজ শেষ করে এলে আমরা সবাই রাগত চোক্ষে তাকাইলাম সে মিউ মিউ করে বললো " সরি " ।

অহন সরি টরি বাদ দিয়ে আসল কাজের উদ্দেশ্যে রওয়ানা দিলাম । স্কুল গেইটে গিয়ে আগেই সিকিউরিটির ঘরের সামনে গিয়ে ঐ বাঁশ দিয়ে লক করে দিলাম , যাতে আওয়াজ শুনে সে বাইড়াইতে না পারে । তারপর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে গাছ দেখে আটকাইয়া গেলাম । যেহেতু আমি গাছগাছালি চিনি না তাই গাছে চড়ার অভ্যাস ও নাই । এখন এক চোরায় গাছে উডার লাইগ্যা ২ড্ডা ডাব বেশি নেওনের আবদার করলো ।

শেষে মেষ অনেক বুঝাইয়া আমরা রাজি হইলাম । চোরা সেদিন সুপারম্যান প্যারাসুট পড়ে নাই , লুঙ্গী খুইলাই গাছে উইঠা গেলো । আমি নিচ থেকে তাকাইতে ও পারছি না কারনে এই চোড়াডাই অইডা যেডা শশা খেতে ইয়ে করেছে । দুই এক ছড়ি ডাব কাঁটার পর একটা কচি ডাব ফস্কিয়ে পড়ে গেলো , তারপর দিড়িম । ভয়ে ত শীতের রাইতেই ঘেমে গেলাম ।

হাতের কাছে যে কয়টা পাইলাম ডাব তুইল্যা দিলাম দৌড় , পিছনে দেখলাম বাকি গুলা ও দৌড়াইতেছে । অনেক দূর দৌড়াইয়া আইসা সবাই রেস্ট নিতাছি তখন দেখি মাথায় পাগড়ি পড়া এক পাগল দৌড়াইয়া আইতেছে । কাছাকাছি আসতেই দেখলাম এইডা পাগল না গাছে চড়া ঐ পার্টনারটা । সে লুঙ্গী মাথায় রাইখা তার উরফে কয়েকটা ডাব রাইখা উলঙ্গই ছুইটে আসতেছে । তার দেহের দিকে তাকাতে ও পারছি না শরমে , একজন কইলো শরমের কি আমরা আমরাই ত ।

সেদিন জানে বাঁচতে বাঁচতে বেচি গেছি নৈলে আজকে আমার নাম " ডাব চুরা জেমু হইতো " । এত ডাব সেদিন পাড়ছিলাম যে কেউ হাত পা এবং ২ নাম্বার কৃতকর্ম টি ও সেরে ফেলেছিলো । আমি খালি মুখডা ধুইছি আর চুলডা ভিজাইছি । ডাব চুরি সফল । কি শিখলাম - ১/ ডাব চুরির আগে কুন গাছের ডাব কচি , মিস্টী পানি হবে তা নির্ধারণ করা ।

২/ চুরির দিন শুঁটকী দিয়া কিছুই খাইবেন না , নৈলে পেডের আওয়াজে সবাই ধরে ফেলবে । ৩/ ইজ্জতের তোয়াক্কা করবেন না কারনে জান বাঁচানো ফরজ , ইজ্জত দিয়া কি করবেন । ৪/ চুরির আগে দারোয়ানের ঘর আটাকাইয়া রাখবেন যাতে আওয়াজ শুনে বাইর হইতে না পারে । ৫/ বন্ধের দিন ভুলে ও চুরি করতে যাইবেন না কারন সবাই না ঘুমাইয়া যাইগা যাইগা লাল , নীল মুভি দেখে । আজ এই পর্যন্তই , সামনের বার আপনাদের কিভাবে ফুল চুরি করতে হয় তার ঘটনা শোনাবো , আম্নেগো চুরি সফল হউক ।

। একটা কথা মনে রাখবেন চুরি করা একটা ক্রিয়েটিভিটি আর ধরা পড়ে কিল গুতা খাওয়া একটা রিয়েলিটি । অহ হ্যা হ্যাপি ব্লগ ডে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.