ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কাজী নজরুল ইসলাম হলের সংস্কার কাজের জন্য আহ্বান করা ৩৫ লাখ টাকার দরপত্র ছিনিয়ে নিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সংস্কার কাজের জন্য সম্প্রতি ৩৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। আজ বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন।
দুপুরের দিকে ইউনিক ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একজন প্রতিনিধি দরপত্র জমা দিতে এলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি প্রীতম চন্দ্র মজুমদারের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার ও বহিরাগতরা উপাচার্যের কক্ষের সামনে থেকে ওই দরপত্র ছিনিয়ে নেন। এ সময় তাদের বাধা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী লাঞ্ছিত হন।
এ ঘটনার পরপরই এম রহমান এন্টারপ্রাইজের প্রতিনিধি চয়ন আহমেদ সাংবাদিকদের জানান, অন্যদের মতো তিনিও দরপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু ছাত্রলীগের নেতা নাহিদ, আরিফসহ তাদের সহযোগীরা সব দরপত্র ছিনিয়ে নিয়ে গেছেন।
ইউনিক ইঞ্জিনিয়ারিং সার্ভিসের স্বত্বাধিকারী এ কে এম ইউনুছ সাংবাদিকদেন জানান, তার কোম্পানির একজন প্রতিনিধি দরপত্র জমা দিতে গিয়েছিলেন।
জমা দেয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্র ছিনতাই করেছেন বলে তিনি খবর পেয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সহসভাপতি প্রীতম চন্দ্র মজুমদার জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ মিয়া জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘‘জড়িত থাকা তো দূরের কথা ওই সময় ক্যাম্পাসেই ছিলাম না। এর পরও দোষারোপ করা মানে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা।
’’ এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।
ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম জানান, এই অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় ছাত্রলীগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।