আমাদের কথা খুঁজে নিন

   

ডুয়েটে পড়ছেন বা পাস করে বের হয়েছেন এমন ভাইদের পরামর্শ চাই

যাহা বলি সত্য বলি.... আমার ছোট ভাই সিভিলে সরকারি পলিটেকনিক থেকেই ডিপ্লোমািইঞ্জিনিয়ারিং পাস করতে যাচ্ছে। ওর রেজাল্টও ভালো। ওর ইচ্ছা ডুয়েটে পড়বার। সবাই বলছে ডুয়েটের ভর্তি পরীক্ষা পদ্ধতির ধরন ভিন্ন। কোচিং করতে‌ হবে।

আর কোচিং করলে কোনটি ভালো হবে। অনেকে অপটিমামের কথা বলে। এটি আবার শিবিরের নাকি। ওখানে ভর্তি হলে ঝামেলায় নাকি পড়তে হয়। আছে কনক্রীট, কোমফোর্ট, ব্রিলিয়ান্ট কোচিং।

ওর জন্য তথা সিভিলের জন্য কোনটা ভালো হবে, কারও জানা থাকলে পরামর্শ চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।