ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী (ডুয়েট) এক শিক্ষকের সাথে কয়েক ছাত্রের অশোভন আচরণ করার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতি বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাস ও পরীক্ষা নেয়ার দাবিতে বুধবার সকালে ডুয়েটের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
আমাদের প্রতিনিধি জানায়, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র সিট বরাদ্দের পূর্বেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এস এম হলের ৩০৩ নং কক্ষে অবস্থান করতে শুরু করে। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ উক্ত কক্ষ তালাবদ্ধ করে দেয়। পরে অবস্থানকারী ছাত্ররা তালা ভেঙ্গে পুনরায় সেই কক্ষে প্রবেশ করে।
এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি সহকারী হল প্রভোস্ট ইমরান হোসেন খানের সাথে ঐ ছাত্ররা অশোভণ আচরণ করে। এ ঘটনা তিনি শিক্ষক সমিতিকে জানান। শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে ঘটনা তদন্ত সাপেক্ষে ৩ কার্যদিবসের মধ্যে সুষ্ঠু বিচারের দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করে। মঙ্গলবার তিন কার্যদিবস শেষ হলেও কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না দেয়ায় বুধবার সকালে শিক্ষক সমিতি সাধারণ সভা আহবান করে।
সভায় শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত দেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা নেয়া বন্ধ রয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের ক্লাস বর্জনের জন্য তাদের ক্লাস ও পরীক্ষা নেয়া হচ্ছেনা। তারা অবিলম্বে শিক্ষককের সাথে অশোভণ আচরণকারী ছাত্রদের বিচার দাবি করে। বুধবার সকাল ১১টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ছাত্ররা অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা অবস্থানকারী ছাত্রদের সঙ্গে কথা বলেন। তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবিলম্বে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার এবং দ্রুত ছাত্রদের ক্লাস নেয়ার প্রতিশ্রুতি দিলে ছাত্ররা হলে ফিরে যায়। ডুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র একজন শিক্ষককে লাঞ্চিত করলেও কর্তৃপক্ষ এর কোন বিচার করেনি। তাই বাধ্য হয়ে ক্লাস বর্জনের মতো কর্মসূচিতে যেতে হয়েছে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।