জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়। যারা জানেন তাদের জন্য অবশ্যই নয়।
ফেসবুক ব্যবহার করেন না এইরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মোবাইল ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও নেহায়েত কম নয়। মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করলে কোন স্ট্যাটাস দিতে গেলে বা কোন কমেন্ট করতে গেলে পেজ দুবার লোড হয়,মানে টেক্সট টা লিখে ওকে করার পর একবার পেজ লোড হয় এবং ফাইনাল সাবমিটে আরেকবার লোড হয়।
এই সমস্যাটি শুধুমাত্র মোবাইল অপেরা ব্যবহারকারীদের হয়। তাই সমাধানটিও শুধুমাত্র অপেরা ব্যবহারকারীদের জন্য।
ছোট্ট একটি কাজ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
।
।
।
।
।
।
অপেরার অ্যাড্রেস বার এ www কেটে দিয়ে opera:config লেখে ওকে করেন, এখন যে পেজ টা আসবে. সেখানে দেখবেন Site patches and user-agent masking এর সেটিং টাতে yes দেওয়া আছে, এটা চেন্জ করে no দিয়ে সেভ করুন।
তারপর অপেরা রিস্টার্ট করেন। কাজ শেষ। এরপর থেকে আর দুবার লোড হবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।