আমাদের কথা খুঁজে নিন

   

যারা আবৃত্তি শিখতে চায় তাদের জন্য

গৃহে থেকেও আমি যেন গৃহত্যাগী আমরা অনেকেই কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। কিন্তু সঠিক ভাবে আবৃত্তি করতে পারিনা। ভালো করে আবৃত্তি করতে পারলে সেটা পড়তেও ভালো লাগে আর শুনতে তো আরও ভালো লাগে। এছাড়াও আমরা অনেকেই সঠিক উচ্চারণে আরবি পড়তে পারলেও নিজেদের মাতৃভাষা বাংলা সঠিক উচ্চারণে পড়তে পারিনা। আমি মনে করি প্রতিটি সচেতন বাংলাদেশি নাগরিকের উচিত সঠিক উচ্চারণে বাংলা ভাষা শেখা।

শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির উপর বাজারে অনেক বই পাওয়া গেলেও আসলে বই পড়ে আবৃত্তি ও উচ্চারণ ওভাবে শেখা যায় না। এর জন্য দরকার প্রাতিষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ নেয়া। বাংলাদেশে এখন অনেক গুলো প্রতিষ্ঠান আবৃত্তি ও উচ্চারণের উপর কোর্স করিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি তে গড়ে উঠেছে এসকল প্রতিষ্ঠান। এসকল প্রতিষ্ঠানে মূলত বিনা কোর্স ফি তে অথবা নাম মাত্র কোর্সফি তে এসকল কোর্স করানো হয়।

সংগঠন গুলোর প্রধান উদ্দেশ্য মূলত দেশে সংস্কৃতিমনা মানুষ গড়ে তোলা। আপনি বৈকুণ্ঠ, সংবৃতা, স্বরকল্পন আবৃত্তিচক্র, কন্ঠশীলন প্রভৃতি প্রতিঠানে এই কোর্স করতে পারেন। এর মাঝে স্বরকল্পন আবৃত্তিচক্রে নতুন কর্মশালার ক্লাস শুরু হচ্ছে আগামী মাসের ৭ তারিখ। চার মাস ব্যাপী এই কর্মশালা স্বরকল্পন আবৃত্তিচক্রের ৩১তম ব্যাচ। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত স্বরকল্পন আবৃত্তিচক্র দেশের প্রথম সারির আবৃত্তি সংগঠনের একটি এবং এক যুগেরও বেশি সময় ধরে আবৃত্তি চর্চা করে আসছে।

তাদের প্রযোজিত অনুষ্ঠানের সংখ্যা ৬০টি। কর্মশালার ক্লাস প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে টি.এস.সি অথবা টেনিস ফেডারেশনে স্বরকল্পনের রুমে অনুষ্ঠিত হবে। শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তি বিষয়ক এই কর্মশালায় যেসকল বিষয়ে পড়ানো হবে তা হল- আবৃত্তির উৎপত্তি ও ইতিহাস, বর্ণ উচ্চারণ স্থান ও রীতি, স্বরসাধন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম, মেডিটেশন, স্বরের স্কেল, প্রমিত উচ্চারণ, কবিতার ছন্দ, কবিতার ভাব ও রস, উপস্থাপনা, আবৃত্তির ভাবনা ও আবহসঙ্গীত সহ মাক্রোফোনের ব্যাবহার। কর্মশালার ক্লাস গুলো নিবেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীরা। তারা হলেন- শিমুল মুস্তফা, মাহিদুল ইসলাম, হাসান আরিফ, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সারোয়ার, আহকাম উল্লাহ্‌, মীর বরকত, রবি শঙ্কর মৈত্রী, নিরঞ্জন অধিকারী প্রমুখ।

কর্মশালার ফর্ম পাওয়া যাচ্ছে টি.এস.সি ঢাকা বিশ্ববিদ্যালয়, ও মেঘ, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট(নীচতলা), শাহবাগ, ধাকা-১০০০। ফর্মের মূল্য ৩০ টাকা। ফর্ম জমা দেওয়া যাবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং ৩০শে সেপ্টেম্বর টি.এস.সি তে ভাইবা অনুষ্ঠিত হবে। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ ০১৭১১৫০৫৬৬০, ০১৭১৬৪২২৭৭২, ০১৯১২২৩১৭৮৫। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।