আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবি বাসে ধূমপানের প্রতিবাদ করায় এক ছাত্রকে পেটাল ছাত্রলীগকর্মী

পথ হারা পাখি.........পথ খুজছি...... ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী বাসে এক ছাত্রলীগ কর্মীকে ধূমপানের বাঁধা দেয়ায় এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। সেই ছাত্রলীগ কর্মীর নাম রাজু পাটোয়ারি। তিনি ফিন্যান্স প্রথম বর্ষের ছাত্র। তিনি সূর্যসেন হলে থাকেন। গত বুধবার টিএসসিতে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলেন মোস্তাফিজুর রহমান ওভি, তিনি মার্কেটিং ৩য় বর্ষের ছাত্র এবং বৈশাখী কার্যনিবাহী কমিটির সদস্য। আহত মোস্তাফিজুর রহমান ওভির কাছ থেকে জানা যায়, বুধবার বাসে এক শিক্ষার্থী (রাজু পাটোয়ারি) সিগারেট ধরায়। বাসে ধূমপান করা নিষেধ। ওভি এবং আরো কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ করে। সিগারেট ফেলে দিতে বলে।

নিষেধ করা সত্বেও রাজু পাটোয়ারি পুরো সিগারেট শেষ করে। এরপর ওভি মাস্টার্সের একজন বড়ভাইকে ডাক দেয়। রাজু তার সাথেও খারপা ব্যবহার করে। প্রথম বর্ষের এক শিক্ষার্থী কিভাবে এই রকম ব্যবহারের সাহস পায়? এরপর বাসের সবাই তাকে নামিয়ে দেয়। এরপর দুপুর ১.১৫ এর বাসে ওভি যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন রাজু হল থেকে তার বাহিনী নিয়ে আসে।

স্টিক এবং বেল্ট দিয়ে ক্রমাগত ওভিকে আঘাত করতে থাকে। এরফলে ওভির মাথা ফেটে যায়। তাকে সাথে সাথে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় চারটা সেলাই দেয়ার প্রয়োজন হয়। আহত ওভি নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর দরখাস্ত করেছে।

ঊল্লেখ্য ঘটনার হোতা রাজু পাটোয়ারিকে এর আগেও একবার শোকজ করা হয়েছিল। জানা যায় তিনি সূর্যসেন হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসানের ঘনিষ্ঠ। বৈশাখী বাসের যাত্রী আশিফ নূর জানান, একজন প্রথম বর্ষের শিক্ষার্থী কিভাবে এত সাহস পায় যে কিনা দুইমাস হয় ক্যাম্পাসে এসেছে। আমরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের আবেদন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং বাসে ধূমপান করা নিষেধ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ আমজাদ আলী বলেন এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে এবং তিনি সবাইকে অনুরোধ করেন বিশ্ববিদ্যালয় এলাকায় ধুমপান না করার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.