আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।
অস্ট্রেলিয়ার ওয়াটসনকে পেছনে ফেলে আবারও আইসিসির একদিনের ক্রিকেটে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক কিছু দিনের হারানো এ গৌরব আবার ফিরে পেলেন। এর আগেও দীর্ঘদিন তিনি একদিনের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে তালিকার শীর্ষে ছিলেন।
এশিয়া কাপে ভালো পারফরমেন্সের কারণে আইসিসির রেটিংয়ে তিনি এই গৌরব ফিরে পেলেন।
এই রেটিংয়ে এখন তার পয়েন্ট ৪৪৭।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৪৩৩ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় অবস্থানে।
এর আগে শেন ওয়াটসন ৪২৩ পয়েন্ট নিয়ে কিছুদিনের জন্য এক নম্বরে ছিলেন। সাকিব আল হাসান ৪২০ পয়েন্ট নিয়ে ছিলেন দুই নম্বরে।
এশিয়া কাপে ভালো পারফরমেন্সের জন্য সাকিবের পয়েন্টর সঙ্গে যোগ হয়েছে ২৭ পয়েন্ট।
আইসিসির ওয়েব সাইটে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।