হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন! কী হয়েছে তাতে? জন্ম যদি হত আমার একাত্তরের আগে, দেখতে পেতাম স্বাধীনতা যুদ্ধ বলে কাকে? যুদ্ধ যখন হত শুরু, প্রকম্পিত দুরু-দুরু বক্ষে আমি যেতাম ছুটে দেশ মাতৃকার ডাকে, দেখতাম আমি আমায় তখন কে ঠেকিয়ে রাখে? জন্ম আমার অনেক পরে - কী হয়েছে তাতে? এখনও তো বিচারের রায় নিভৃতেই কাঁদে। দুর্নীতিতে রাষ্ট্র অচল, সন্ত্রাসে আজ দেশ রসাতল, লড়তে পারি এদের সাথে কলম ধরে হাতে, মুক্তিযুদ্ধ পাইনি আমি, কী হয়েছে তাতে বছরখানেক আগে কবিতাটা লিখেছিলাম কিন্তু নেটে শেয়ার করা হয়নি। তাই আজ করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।