যেখান থেকে নেওয়া
জেমস হোপসের চোট সম্ভবত আইপিএলের দরজা খুলে দিতে চলেছে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের। সব কিছু ঠিকঠাক চললে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহারা পুণে ওয়ারিয়র্সে ঢুকে পড়তে চলেছেন তিনি। সেক্ষেত্রে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হবেন দু’জন। কেকেআরের সাকিব-আল-হাসান এবং পুণে-র তামিম। হোপসকে দিল্লি থেকে এ বারই কিনেছিল পুণে।
ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস ছাড়া বিদেশি ক্রিকেটার হিসাবে একমাত্র হোপসকেই নিয়েছিল সৌরভের দল। কিন্তু হোপসের হাঁটুর চোট এতটাই গুরুতর যে, গোটা আইপিএলেই নেই তিনি। হোপসকে পাওয়া যাবে না বুঝে তামিমের সঙ্গে যোগাযোগ করেন পুণে কর্তারা। হালফিলে যিনি ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছেন এশিয়া কাপে। পর পর চারটে হাফসেঞ্চুরি-সহ টুর্নামেন্টে তামিমের মোট রান ২৫৩।
গড় ৬৩.২৫। আগামী কয়েক দিনের মধ্যেই সইসাবুদ হয়ে যাওয়ার কথা। পুণে-র এক কর্তা বলছিলেন, “তামিমের সঙ্গে কথা হয়েছে আমাদের। তবে যেহেতু ও হোপসের বদলি হিসেবে আসছে, তাই ওকে নেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। ” এ দিকে, আইপিএল ফাইভের জন্য এ দিন নতুন লোগো প্রকাশ করল কিংস ইলেভেন পঞ্জাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।