বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব!
তামিম এর নাম প্রথম শুনি বিশ্বকাপের ঠিক আগে আমার এক বন্ধুর কাছ থেকে- সে চিন্তিত ছিল জিম্বাবুয়ে সফরে তামিম কেন ক্লিক করতে পারছে না ! আমি বললাম এত ভাবার কি আছে? বন্ধুবর বলল , বাংলাদেশে সবচেয়ে বল জোরে পিটায় তামিম অনেক প্রতিভাবান ব্যাটসম্যান !! ( সে রেগুলার ঘরোয়া লিগের খেলা দেখে ) আমি বললাম এরকম প্রতিভাবান ত প্রত্যেক সিরিজে ই বাংলাদেশ দলে দেখা যায় !! তারপর আবার তামিম! নিউজিল্যান্ড এর সাথে প্রস্তুতি ম্যাচের পর শোনা গেল তামিম এর অহঙ্কারি উচ্চারণ - আমি এভাবেই খেলি !!! নড়ে গেলাম ! এমন করে ত শুনিনি কখনও আগে ! ভারত ও যেন নড়ল ।
তাকে নিয়ে শুরু হল কথাবার্তা । পরের টা ইতিহাস । ১৭ বছর এর কিশোর তামিম এর উদ্ধত আগ্রাসী ব্যাটিং তাণ্ডব এর সাক্ষী হয়ে রইল পুরো বিশ্ব ।
তামিম বীরত্বে বিশ্ব দেখল নতুন বাংলাদেশ । এরপর মেঘে মেঘে কেটে গেল অনেক বেলা। দিনের পর দিন তামিম আমাদের গর্বিত করে চলল । মাঝে মাঝে বিতর্কিত ও হল ।
কিছুদিন আগেও ফোরামে, টক শো তে - ব্লগে - ফেসবুকে , ভিতরে - বাহিরে আমাদের একটাই জিজ্ঞাসা - তামিম কেন দলে!
তখন আমাদের মনে থাকে না আমাদের ওপেনিং এর বাক বদলানো তামিম এর কথা ।
দিনের পর দিন তার আগ্রাসী ব্যাটিং শৈলীর কথা ।
তার মাটি- কামড়ানো ইনিংস গুলার কথা ।
ফোরামে, টক শো তে - ব্লগে - ফেসবুকে , ভিতরে - বাহিরে আমরা আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত - এফোঁড় - ও ফোঁড় করে দিতে পারি শুধু ।
আর তাই হয়ত লোটা কামাল রাও দাও মারার মোক্ষম মওকা পেয়ে যায় ।
তামিম - সাকিব বাংলাদেশের সম্পদ ।
আমরা সমালোচনা অবশ্যই করব তবে তা হবে গঠনমূলক - দিক নির্দেশনামূলক ।
তাদের খারাপ সময়ে যদি তাদের পাশে থাকতেই না পারি তাহলে কোন অধিকার নেই আমাদের তাদের ভাল সময়ে হাততালি দেয়ার ।
সে কাজের জন্য অনেকেই আছে ।
আসিফ নজরুলের কথা দিয়ে শেষ করছি "' তামিম - সাকিব এর মেধা বোঝার যোগ্যতা দর্শক হিসেবে আমাদের থাকতে হবে । ""
আপনাদের জন্য তামিম এর সেই ইনিংস এর ভিডিও দিলাম যার মাধ্যমে তামিম জানিয়েছিল তার আগমনী বার্তা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।