আমাদের কথা খুঁজে নিন

   

ভক্তকে থাপ্পড় মারেন আফ্রিদি !

বিতর্ক সৃষ্টি করাই যেন পাকিস্তান ক্রিকেটারদের কাজ। এবার বিতর্কের নায়ক পাকিস্তানের ক্রিকেটার শহীদ খান আফ্রিদি। শুক্রবার রাতে করাচী বিমান বন্দরে ভক্তদের থাপ্পড় মেরে লাথি মারতে যান আফ্রিদি। এশিয়া কাপ জিতে আফ্রিদি ২৩ মার্চ বাংলাদেশ থেকে করাচী বিমান বন্দরে নামেন । বিমান বন্দর থেকে বাড়ি যাবার জন্য বড় ভাই মুস্তাকের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আফ্রিদি।

এদিকে এশিয়া কাপ বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য করাচী বিমান বন্দরে আগে থেকেই পাকিস্তান ক্রিকেট ভক্তরা দাঁড়িয়েছিলো। আফ্রিদিকে কাছে পেয়ে তারা অটোগ্রাফ চাইলো। বাড়ি যাবার তাড়নায় আফ্রিদি তাদের এড়িয়ে যেতে চান। তার এরকম আচরণ দেখে একজন ক্রিকেট ভক্ত কটু মন্তব্য করে। এতে আফ্রিদি রেগে গিয়ে ওই ক্রিকেট ফ্যানকে থাপ্পড় মারে।

থাপ্পড় খেয়ে সেই ক্রিকেট ফ্যান মাটিতে পড়ে গেলে তাকে লাথি মারতে যায় আফ্রিদি। কিন্তু ততক্ষণে তার ভাই মুস্তাক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সূত্র জি নিউজ। অন্য একটি সংবাদ মাধ্যম বলছে ভিন্ন রকম কথা। ভিডিও ফুটেজের উদ্ধৃতি দিয়ে তারা বলছে, আফ্রিদি গোলাপি টি শার্ট গায়ে এক ক্রিকেট ভক্তকে ধাক্কা মেরে মাটি ফেলে দেয়।

তারপর তাকে থাপ্পড় মারতে থাকে আফ্রিদি। পরে সাংবাদিকরা এ ঘটনা সম্পর্কে আফ্রিদি কাছে জানতে চান। আফ্রিদি বলেন, তার মেয়েকে ধাক্কা দিয়ে এক ক্রিকেট ভক্ত মাটিতে ফেলে দিলে তিনি রেগে যান। পরে তিনি ওই ব্যক্তির ওপর হাত তুলেন। তার এরকমটা করা উচিত হয়নি বলে তিনি জানান।

কিন্তু তার ছোট মেয়েকে এভাবে পড়ে যেতে দেখে তিনি রাগ সংবরণ করতে পারেননি বলে জানান। পাকিস্তান ডন নিউজ সূত্রে এ খবর জানানো হয়। উল্লেখ্য ইতিপূর্বে আফ্রিদিকে আইসিসি তার বিতর্কিত আচরণের জন্য দুবার নিষিদ্ধ ও জরিমানা করেছিলো। সূত্র, জি নিউজ,এনডিটিভি বাংলা খবরের লিংক এই খানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।