আমাদের কথা খুঁজে নিন

   

অসংখ্য ভক্তকে কাঁদিয়ে অবশেষে ইরান চলে গেলেন ব্লগার নুরে আলাম বৃত্ত ভাই

মিয়েইল ডোট কম

ঈদের ছুটিতে দিনাজপুর থেকে কাল ঢাকা এসেই খোঁজ-খবর নিতে গেছিলাম আমাদের নূড়ে ইয়ালার্ম ভাই কোথায় আছেন। কেমন আছেন। তিনি কি আগের মত নুরে আলম নিকে লিখেন,নাকি বৃত্ত দিয়েই চক্কর খান। নাকি বড় বড় পা ফেলে মি বিগ ফিট আওয়াজ তুলেন। এরকম অনেক প্রশ্ন মনে।

আলাম্ভাইর বাসায় গিয়া দেখি মাল-সামানা গুছানো শেষ। গত রাতে ফ্লাইট ছিল পাকিস্তান এয়ারঊয়েজে। ওসংখ্য ভক্তকে বিমানবন্দরে নয়ন জলে ভাসাইয়া তার প্রিয় ইরান দেশে যাত্রা করেছেন। এর আগে ইয়ালাম ভাই চন্দ্রিমা উদ্দানের তার আশেকান সাথী সম্মিলনে শাওন/অংকনের কাছে তিনি ইরান থেকেও হ্যান্ডিকাপ ব্লগিং্যের চালু রাখার ঘোষনা দিয়ে গেছেন। ইয়ালার্ম ভাইয়ের খাজুরিরান জীবন বেজিময় হোক।

ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।